আজকাল ওয়েবডেস্ক: আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে একনম্বরে বরুণ চক্রবর্তী। কেরিয়ারে প্রথমবার শীর্ষস্থান দখল করলেন রহস্য স্পিনার। তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন বরুণ। বুধবার টি-২০ ক্রিকেটের ক্রমতালিকা পেশ করে আইসিসি। তিন ধাপ ওপরে উঠে যশপ্রীত বুমরা এবং রবি বিষ্ণোইকে পেরিয়ে যান ৩৪ বছরের স্পিনার। সংযুক্ত আরব আমিরশাহি এবং পাকিস্তানের বিরুদ্ধে একটি করে উইকেট নেন। এর আগে তাঁর সর্বোচ্চ ব়্যাঙ্কিং ছিল দুই। ২০২৫ ফেব্রুয়ারিতে দ্বিতীয় স্থানে উঠে আসেন। মার্চ থেকে একনম্বর স্থান দখল করে রেখেছিলেন জেকব ডাফি। নিউজিল্যান্ডের বোলারকে পেছনে ফেলে একনম্বর স্থান দখল করে নেন বরুণ। 

একটি বিবৃতিতে আইসিসি জানায়, '২০২৫ সালে ধারাবাহিকতার পুরস্কার পেয়েছে বরুণ চক্রবর্তী। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ের একনম্বরে উঠে এসেছে।' ক্রমতালিকায় এগোন কুলদীপ যাদব। ১৬ ধাপ ওপরে উঠে ২৩ নম্বরে উঠে এলেন। একধাপ ওপরে উঠে দ্বাদশ স্থানে অক্ষর প্যাটেল। অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে একনম্বর স্থান দখলে রাখেন হার্দিক পাণ্ডিয়া। চার ধাপ ওপরে উঠে ১৪ নম্বরে উঠে এলেন অভিষেক শর্মা। আইসিসি টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ের একনম্বরে অভিষেক শর্মা। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ১৬ বলে ৩০ রান এবং পাকিস্তানের বিরুদ্ধে ১৩ বলে ৩১ রান করেন বাঁ হাতি ওপেনার। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৪। যা কেরিয়ারের সেরা। দুরন্ত ছন্দে আছেন অভিষেক। এশিয়া কাপ শুরুর আগেই যার ইঙ্গিত পাওয়া যায়। প্রথম ম্যাচের আগে প্র্যাকটিসে ২৫-৩০টি ছক্কা হাঁকান। সেই ধারাবাহিকতা বজায় রাখেন ম্যাচে। বেশিক্ষণ টিকে থাকতে না পারলেও, সংক্ষিপ্ত ইনিংসে দলের ভীত গড়ে দেন ভারতের তরুণ ওপেনার।

আইসিসি ক্রমতালিকায় এগোন শুভমন গিলও। চার ধাপ ওপরে উঠে ৩৯তম স্থানে তারকা ব্যাটার। দু'ধাপ নেমে চতুর্থ স্থানে তিলক বর্মা। একধাপ নেমে সপ্তম স্থানে সূর্যকুমার যাদব। ১৩ নম্বরে নেমে গিয়েছেন যশস্বী জয়েসওয়াল। জস বাটলার এবং ফিল সল্টের ওপেনিং জুটি একধাপ এগিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে। ম্যাঞ্চেস্টারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ তে দুরন্ত পারফরম্যান্সের ফল পান ইংল্যান্ডের দুই ব্যাটার। ৬০ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন সল্ট। ইংল্যান্ডের ব্যাটারের দ্রুততম শতরান। টি-২০ তে সর্বোচ্চও। ৩০ বলে ৮৩ রান করেন বাটলার। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের রেটিং পয়েন্ট ৭৯৪। প্রথমবার প্রথম তিনে স্থান পেলেন বাটলার।