আজকাল ওয়েবডেস্ক: বরুণ অ্যারনকে বোলিং কোচ নিযুক্ত করল সানরাইজার্স হায়দরাবাদ। আগামী আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের প্রাক্তন পেসারকে। সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলে এই খবর জানায় দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি। সানরাইজার্সের পক্ষ থেকে লেখা হয়, 'আমাদের কোচিং স্টাফে শক্তিশালী সংযোজন। আমাদের নতুন বোলিং কোচ হিসেবে বরুণ অ্যারনকে স্বাগত।' বরুণের আগে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার জেমস ফ্রাঙ্কলিন গতবছর হায়দরাবাদের বোলিং কোচ ছিলেন। তার আগে ছিলেন ডেল স্টেইন। বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন বরুণ। এবার ১৯তম আইপিএলে ৩৫ বছরের প্রাক্তন তারকাকে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে দেখা যাবে।
ক্যাশ রিচ টুর্নামেন্টে পরিচিত নাম বরুণ। দিল্লি ডেয়ারডেভিলস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। ২০২২ সালে শেষবার আইপিএলের ম্যাচে দেখা যায় তাঁকে। গুজরাট টাইটান্সের হয়ে মাত্র দুটো ম্যাচ খেলেন। দুটো উইকেট নেন। গড় ২৬। মোট ৫২ ম্যাচে ৪৪ উইকেট। ২০২২ সালে গুজরাট টাইটান্সের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
বিজয় হাজারে ট্রফিতে প্রথম নজর কেড়েছিলেন বরুণ। ১৫৩ গতিতে বল করতেন। ভারতে বরাবরই ফাস্ট বোলারের আকাল। সেই তুলনায় শুরুতে আশা জাগান। গতি এবং ধারাবাহিকতা দিয়ে বিশ্বক্রিকেটে জায়গা দখলের ইঙ্গিত দেন বরুণ। অস্ট্রেলিয়ার সফরগামী ইমার্জিং প্লেয়ারের দলে ডাক পান। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে ডাক পান। কিন্তু সুযোগ পাননি। গোটা সিরিজ বাইরে বসে কাটাতে হয় তাঁকে। ২০১১ অক্টোবরে একদিনের ক্রিকেটে অভিষেক হয়। তার একমাস পরে টেস্টে হাতেখড়ি হয়। কিন্তু নতুন প্রজন্মের পেসাররা উঠে আসায় সুযোগ কমে যায়। ন'টা টেস্ট এবং একদিনের ম্যাচ খেলেন। লাল বলের ক্রিকেটে ১৮ উইকেট তুলে নেন। গড় ৫২.৬১। ৫০ ওভারের ক্রিকেটে ১১ উইকেট নেন। গড় ৩৮.০৯। বিজয় হাজারে ট্রফিতে গোয়ার বিরুদ্ধে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন বরুণ। ছয় ওভারে ২৯ রানে জোড়া উইকেট তুলে নেন। ৩১ রানে জেতে ঝাড়খণ্ড। এবার দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভারতের প্রাক্তন জোরে বোলার।
