আজকাল ওয়েবডেস্ক:‌ নিয়মরক্ষার ম্যাচে হার। ৫০ রানে। যদিও ম্যাচ হেরে অদ্ভুত যুক্তি দিলেন টিম ইন্ডিয়ার টি–২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্যের মতে, তাঁরা চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন। তাই এভাবে খেলেছেন। নইলে অন্যভাবে খেলত ভারত।


বিশাখাপত্তনমে এক ব্যাটার কম খেলিয়েছে ভারত। যা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সূর্য বলছেন, ‘‌আমরা ইচ্ছা করেই ছয় ব্যাটার খেলিয়েছি। আমরা পাঁচ জন বিশেষজ্ঞ বোলার খেলাতে চেয়েছিলাম। নিজেদের চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চেয়েছিলাম।’‌ এরপরই সূর্য বলেছেন, ‘‌ধরুন, ১৮০–২০০ রান তাড়া করতে নেমে আমাদের শুরুতেই ২–৩ উইকেট পড়ে গেল, তখন দল কেমন খেলবে সেটা দেখতে চেয়েছিলাম। যদি তা না হত, তাহলে অন্য ভাবে খেলতাম।’‌ 


সিরিজের চতুর্থ টি–২০ ম্যাচে অভিষেক, সূর্য রান পাননি। সঞ্জুও তাই। তবুও বয়ে বেড়ানো হচ্ছে এই উইকেটরক্ষক–ব্যাটারকে। দলে নিলেও খেলানো হচ্ছে না শ্রেয়সকে। যা নিয়ে সূর্য বলছেন, ‘‌বিশ্বকাপের দলে যারা আছে তাদেরই খেলাতে চেয়েছিলাম। নইলে বাকিদেরও সুযোগ দিতাম।’‌ এখানেই উঠছে প্রশ্ন। তাহলে রবি বিষ্ণোইকে কেন পর পর দু’ম্যাচে খেলানো হল। তবে কি ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা নেই? সূর্য অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। 


টস জিতেও শুরুতে কেন ব্যাটিং নয় সেই ব্যাখ্যাও দিয়েছেন সূর্য। বলেছেন, ‘‌প্রথমে ব্যাট করলে আমরা বড় রান করছি। তাই দেখতে চাইছিলাম, ১৮০–২০০ রান তাড়া করতে নামলে আমরা কেমন খেলব। পাশাপাশি শুরুতে ২ থেকে ৩ উইকেট পড়ে গেলে কী হবে সেটাও দেখার ছিল। আমরা হেরেছি। তবে এই চ্যালেঞ্জটা দরকার ছিল। আশা করি পরের ম্যাচেও এই সুযোগটা পাব।’‌ 


ম্যাচ হারলেও শিবম দুবের লড়াইয়ের প্রশংসা করেছেন অধিনায়ক। সূর্য বলেছেন, ‘‌শিশির পড়ছিল। এক–দুটো জুটি হলেই খেলা ঘুরে যেত। শিবম দারুণ খেলেছে। আর এক জনকে ও পেলে খেলার ফল অন্য রকম হত। আমরা ৫০ রানে হেরেছি। ঠিক আছে। পরের ম্যাচে আরও জুটি গড়তে হবে।’‌


প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপে নামার আগে আর একটিই ম্যাচ পাবে ভারত। আগামী শনিবার টি–২০ সিরিজের শেষ ম্যাচ। যদিও বিশ্বকাপের আগে একটি ওয়ার্ম আপ ম্যাচ আছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তাই এই দুই ম্যাচেই যা পরীক্ষা করার করে নিতে হবে। কারণ তারপরেই একেবারে বিশ্বকাপ।