আজকাল ওয়েবডেস্ক: ব্যাটে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী। ৩৬ বলে করলেন শতরান। বিহারের খেলা ছিল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে একটুর জন্য দ্বিশতরান হাতছাড়া করলেন সূর্যবংশী। থামলেন ১৯০ রানে। মাত্র ৮৪ বলে ১৯০ রানের ইনিংসে রেকর্ড গড়লেন সূর্যবংশী।
বুধবার প্রথমে ব্যাট করতে নেমেছিল বিহার। খেলা হচ্ছে রাঁচিতে। বৈভবের ইনিংসে ১৬টি চার ও ১৫টি ছয় রয়েছে। ঘরোয়া এক দিনের ক্রিকেটে (লিস্ট এ) বৈভব কনিষ্ঠতম হিসাবে শতরান করার বিশ্বরেকর্ড গড়ল। ১৪ বছর ২৭২ দিন বয়সে এই নজির গড়ল সে। এর আগে লিস্ট এ ক্রিকেটে কোনও শতরান ছিল না বৈভবের। বিজয় হাজারে ট্রফির শুরুর দিন ৩৬ বলে শতরান পূর্ণ করে বৈভব। লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম শতরান।
ঘরোয়া এক দিনের ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড পাঞ্জাবের আনমোলপ্রীত সিংয়ের। গত বছর এই অরুণাচলের বিরুদ্ধেই ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। মাত্র এক বলের জন্য সেই রেকর্ড ছুঁতে পারল না বৈভব।
লিস্ট এ ক্রিকেটে অবশ্য দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার ম্যাকগুর্কের। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে ২৯ বলে শতরান করেছিলেন তিনি। বৈভব এই তালিকায় রইল চতুর্থ স্থানে। তাঁর ও ম্যাকগুর্কের মাঝে রয়েছেন এবি ডিভিলিয়ার্স (৩১ বল) এবং আনমোলপ্রীত (৩৫ বল)। এবি শতরান করেছিলেন ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
তবে দ্রুততম শতরানের রেকর্ড গড়তে না পারলেও লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব। তার ১৫০ রান আসে ৫৪ বলে। ডিভিলিয়ার্সের ৬৪ বলে ১৫০ রান এই তালিকায় শীর্ষে ছিল। ডিভিলিয়ার্সের ইনিংস অবশ্য এক দিনের আন্তর্জাতিকে (এটিও লিস্ট এ তালিকাভুক্ত)। ২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন ডিভিলিয়ার্স। বুধবার ১৯০ রান করে টেচি নেরির বলে আউট হন বৈভব।
প্রসঙ্গত, যুব এশিয়া কাপেও সেঞ্চুরি করেছিল বৈভব। তবে ফাইনালে ভাল খেলতে পারেনি। ভারতও যুব এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায়। এরপরেই শুরু হয়ে যায় দলের তীব্র সমালোচনা। কিন্তু দেশের মাটিতে ফিরতেই দাপট শুরু হল বৈভবের। বিজয় হাজারে ট্রফিতে বিহারের অভিযান শুরু হয়েছে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে ঝড় তুললেন বৈভব।
