আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড বইয়ের পাতায় ফের নাম তুললেন বৈভব সূর্যবংশী। 

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। অধিনায়ক হিসেবে সূচনাতেই ধাক্কা খেলেন সূর্যবংশী। ব্যাট হাতে করলেন মাত্র ১২ বলে ১১ রান। তবুও রেকর্ড গড়লেন তিনি। 

মাত্র ১৪ বছর বয়সে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ায় সূর্যবংশীই এখন বিশ্বের কনিষ্ঠ অধিনায়ক। ১৬ বছর বয়স হওয়ার আগেই তিনি একটি ফরম্যাটে দেশকে নেতৃত্ব দিয়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন। এই রেকর্ড গড়ার পথে সূর্যবংশী পাকিস্তানের আহমেদ শেহজাদকে ছাপিয়ে গেলেন। 

আয়ুষ মাহত্রে ও বিহান মালহোত্রাকে বাইরে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাপ্টেন্সি তুলে ধরা হয়েছিল সূর্যবংশীর হাতে। 

চোটের জন্য এই দুই ক্রিকেটারকে বাইরে রাখা হয়েছে। এই দুই ক্রিকেটার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জাতীয় দলে ফিরবেন। 

এর আগে সূর্যবংশী বিজয় হাজারে ট্রফিতে ৩৬ বলে বিস্ফোরক সেঞ্চুরি করে আগের রেকর্ড ভেঙে দিয়েছিলেন। বিহার ও অরুণাচল প্রদেশ ম্যাচে ৩৬ বলে সেঞ্চুরি হাঁকান সূর্যবংশী। শেষমেশ ৮৪ বলে ১৯০ রান করেন তিনি। ১৬টি বাউন্ডারি ও ১৫টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। 

সূর্যবংশীর বিস্ফোরক ইনিংসে বিহার ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান করে। রান তাড়া করতে নেমে অরুণাচল প্রদেশ শেষ হয়ে যায় ১৭৭ রানে। পুরো পঞ্চাশ ওভার টিকতে পারেনি অরুণাচল। বিহার ৩৯৭ রানে ম্যাচ জেতে। 

ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন বৈভব। ব্যাট হাতে সফল না হলেও বৈভবের দল ৫০ ওভারে ৩০০ রান করে।