আজকাল ওয়েবডেস্ক: তিনি কি তেণ্ডুলকর-কোহলির মতো? নাকি তাঁদেরও ছাপিয়ে গিয়েছেন? ইংল্যান্ডের মাটিতে বৈভব সূর্যবংশীর দাপট দেখার পরে এটাই প্রশ্ন বিলেতের ক্রিকেট সমর্থকদের মধ্যে১৪ বছর বয়সে রানির দেশে এসে বৈভব জয় করে নিলেন সব। তিনি ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। বল হাতেও রেকর্ড গড়েছেনআইপিএল থেকে শুরু হয়েছে বৈভবের দৌড়। ইংল্যান্ডেও চলছে তাঁর দৌরাত্ম্য

আইপিএল নিলামে তিনি হয়ে গিয়েছিলেন কোটিপতি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে ১০০ করেন বছর ১৪-র বাঁ হাতি ক্রিকেটার। তাঁর ওই তাণ্ডবলীলা দেখে জস বাটলার অবাক হয়ে যান। বৈভবের ব্যাটস্পিডের সঙ্গে তুলনা করেন যুবরাজ সিং ও ব্রায়ান লারার

৫২ বলে সেঞ্চুরি করেন। ৭৩টি ডেলিভারিতে ১৪৩ রান করেন বৈভব। ইংল্যান্ডের যুব দলকে ৩-১-এ ওয়ানডে সিরিজে হারায় ভারতের যুব দল। এই জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে সূর্যবংশীর। ৩৫৫ রান করেন তিনি। ২৭টি ছক্কা হাঁকান ভারতের ১৪ বছর বয়সী তারকা। যুব টেস্টে তিনি অর্ধ শতরান করেন।

?ref_src=twsrc%5Etfw">July 5, 2025

বল হাতেও সূর্যবংশী নজির গড়েন বিলেতেভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর ঝুলিতে। 

আরও পড়ুন: দৃষ্টি আকর্ষণ করতে কোহলিকে নকল করছেন গিল? অভিযোগ ভারতের প্রাক্তনীর

সূর্যবংশীর তৃতীয় ওভারের শেষ বলটা ছিল লো ফুল টস। ইংল্যান্ডের হামজা শেখ সেই বল মাঠের বাইরে ফেলতে যান। শেষ পর্যন্ত লং অফে তিনি ক্যাচ দেন। বৈভব ভেঙে দেন হামজারকি ফ্লিনটফের ১৫৪ রানের জুটি। সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থেমে যান হামজা। 

সূর্যবংশী এখন যুব টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী। ১৪ বছর ১০৭ দিনে তিনি এই নজির গড়লেন। যুব টেস্টে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড ছিল মনীষীর। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে ১৫ বছর ১১৫ দিনে প্রথম উইকেট নিয়েছিলেনপ্রোটিয়াদের বিরুদ্ধে ৫৮ রানে ৫টি ও ৩০ রানে ২টি উইকেট নিয়েছিলেন দুই ইনিংসে। মার্কো ইয়ানসেন ছিলেন ভারতীয় বোলারের শিকার।

উল্লেখ্য, যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড অবশ্য সূর্যবংশীর নয়। এই রেকর্ডের মালিক পাকিস্তানের মাহমুদ মালিক। ১৯৯৪ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৩ বছর ২৪১ দিনে তিনি উইকেট নিয়েছিলেন। তার পরে পাকিস্তান দলে জায়গা হয়নি কখনও মাহমুদ মালিকের।

সূর্যবংশীকে দেখে অবাক ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকরা। উঠতি এক ক্রিকেটারের রেকর্ড গড়া-ভাঙা দেখে অনেকেই মনে করছেন, এই ছেলে কি শচীন-কোহলির লেভেলের? নাকি তাঁদের থেকেও এগিয়ে?

?ref_src=twsrc%5Etfw">July 9, 2025

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ক্রিকেট বিশ্লেষক এবং পরিসংখ্যানবিদ ড্যানিয়েল পিকক বলেন, ''খেলা চলাকালীন আমি অনেকের সঙ্গেই কথা বলেছি। আমার মনে হয়েছে, আমাদের সবার অনুভূতিটাই এক। এক তরুণ তারকার জন্ম দেখছি আমরা। ভেরি স্পেশ্যাল। আমার মতে যে কোনও ক্রীড়ায় বৈভবই সেরা ১৪ বছর বয়সী খেলোয়াড়। ইংল্যান্ডে ওকে নিয়ে একটাই জিজ্ঞাসা, বৈভব কি সত্যিই শচীন-কোহলির মতো নাকি ওদেরও ছাপিয়ে গিয়েছে?'' 

আরও পড়ুন: ভারত এতদিনে সিরিজ জিতে যেত, যদি এই কাজটা করত, কোন কথা বলতে চাইলেন শাস্ত্রী জানুন