আজকাল ওয়েবডেস্ক:‌ বয়স মাত্র ১৪ বছর ৩২ দিন। আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরান করেছে বৈভব। ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান আইপিএলে এই কিশোরের।


চারিদিকে আলোচনা চলছে বৈভবকে নিয়ে। ৩৫ বলে শতরান করে শিরোনামে এই কিশোর। বিহারের ক্রিকেটারকে নিয়ে আবেগে ভাসছে রাজ্য ক্রিকেট সংস্থা। ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বৈভবকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এক্স হ্যান্ডলে নীতীশ কুমার লিখেছেন, ‘‌বিহারের বৈভব সূর্যবংশীকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করে নজির গড়েছে বৈভব। ভারতীয় ক্রিকেটের নতুন তারা বৈভব। তরুণ প্রতিভা। কঠোর পরিশ্রম করেছে। সবাই ওঁকে নিয়ে গর্বিত। ২০২৪ সালেই বৈভব ও তাঁর বাবার সঙ্গে দেখা হয়েছিল। তখনই ওঁকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছিলাম। আইপিএলে দুরন্ত শতরানের পর ফোনেও বৈভবকে অভিনন্দন জানিয়েছি। বিহারের এই তরুণ ক্রিকেটাকে সরকারের তরফে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আশা করব বৈভব ভারতীয় দলেও সুযোগ পাবে ও নতুন নতুন রেকর্ড গড়বে।’‌ 


কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও বৈভবকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, ‘‌দলের তরফে বৈভবকে শুভেচ্ছা। তরুণ প্রতিভা। দুর্দান্ত শুরু করল। ওঁর ভবিষ্যৎ উজ্জ্বল।