আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই আইপিএল নিলামে কোটিপতি হয়েছে বৈভব সূর্যবংশী। নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় তাকে নেয় রাজস্থান রয়্যালস।
এহেন সূর্যবংশী কিন্তু অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ব্যর্থ হল। এটাই ছিল তার প্রথম অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৯ বল টিকল বৈভব। করল মাত্র এক রান। আলি রাজার বলে আউট হয় বৈভব।
ভারতের বিরুদ্ধে পাকিস্তান করেছিল ২৮২ রান। রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারে বৈভবের উইকেটটি হারায় ভারত।
মেগা নিলামে কোটিপতি হওয়ার পর থেকেই
বৈভবকে নিয়ে সংবাদমাধ্যমে প্রচুর কালি খরচ হয়েছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ১৩ বছরের ক্রিকেটার জানিয়েছিলেন, চারপাশে তাকে নিয়ে যা ঘটছে, তাতে তার মাথা ঘুরে যায়নি। ক্রিকেটেই মনোনিবেশ করতে চায় সে। ব্রায়ান লারা তার আইডল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হল বৈভব।
ছেলেকে ক্রিকেটার তৈরি করার স্বপ্ন দেখতেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। তিন বছর আগে জমি বিক্রি করে দেন। রাজস্থান রয়্যালস তাঁর ছেলে বৈভবকে দলে নেওয়ায় বাক্যিহারা হন সঞ্জীব।
বৈভব সম্পর্কে কথিত রয়েছে, তিনি এক বছরে বিভিন্ন টুর্নামেন্ট খেলে ৪৯টি সেঞ্চুরি করেছেন। সেই ছেলেই এবার রাজস্থান রয়্যালসে। সেখানে রাহুল দ্রাবিড়ের হাতে পড়ে অন্য রূপ ধারণ করবে বলেই মনে করছে ক্রিকেটমহল।
কিন্তু দেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধেই বৈভব ঠকে গেলেন পাক বোলারদের সামনে। আইপিএলের নিলামে টাকা ওড়ে। অনেকের দামই চড়চড় করে ওঠে। কিন্তু খেলার মাঠেই নিজেকে প্রমাণ দিতে হয়। বৈভবের সামনে কঠিন পরীক্ষা। ব্যাট হাতে তাঁকে রান করতে হবে আরও।
