আজকাল ওয়েবডেস্ক:‌ ১৪ বছরের বিস্ময় কিশোর। আইপিলের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে দ্রুততম শতরান করেছে বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৩৫ বল শতরান। ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছে বৈভব। ইনিংসে ৭টি চার ও ১১টি ছয় ছিল। 


ভারতীয়দের মধ্যে আইপিএলে এর আগে দ্রুততম শতরানের নজির ছিল ইউসুফ পাঠানের। ৩৭ বলে শতরান করেছিলেন ইউসুফ। ২০১০ সালে। তখন তিনি ছিলেন রাজস্থানে। আর শতরান করেছিলেন মুম্বইয়ের বিরুদ্ধে। 


আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করার নজিরও গড়ে ফেলেছে সূর্যবংশী। ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করেছে বৈভব। সে ভেঙেছে মণীশ পাণ্ডের রেকর্ড। ১৯ বছর ২৫৩ দিন বয়সে শতরান করেছিলেন মণীশ। ২০০৯ সালে। মণীশ তখন খেলতেন আরসিবিতে। আর রেকর্ড করেছিলেন ডেকান চার্জার্সের বিরুদ্ধে।


রেকর্ড আরও গড়েছে বৈভব। টি২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে শতরানের নজির গড়েছে সে। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করে সে পিছনে ফেলেছে মহারাষ্ট্রের বিজয় জোলকে। যিনি ২০১৩ সালে সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টে ১৮ বছর ১১৮ দিন বয়সে শতরান করেছিলেন মুম্বইয়ের বিরুদ্ধে।
তবে আইপিএলে এটা দ্বিতীয় দ্রুততম শতরান। শীর্ষে ক্রিস গেইল। ২০১৩ সালে ৩০ বলে শতরান করেছিলেন গেইল।