‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ উরুগুয়ের কাছে হেরে গেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচের পর থেকে অপ্রতিরোধ্য ছিলেন মেসিরা। এতদিনে হারের মুখ দেখতে হল আর্জেন্টিনাকে। বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় উরুগুয়ের কাছে হারতে হল আর্জেন্টিনাকে। নিজেদের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ২–০ ব্যবধানে জিতল উরুগুয়ে। প্রথমার্ধে রোনাল্ড আরাউজো উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান ডারউইন নুনেজ। এই ম্যাচের আগে আর্জেন্টিনা অপরাজিত ছিল টানা ১৪ ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচ জয়ের পর হারল আর্জেন্টিনা। যদিও ১২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা পর্বে শীর্ষে আছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। সেই ম্যাচই লক্ষ্য মেসিদের। তিনি বলেছেন, ‘‌ব্রাজিলের বিরুদ্ধে অন্য লড়াই। মারাকানা স্টেডিয়ামে খেলা সহজ নয়।’‌ আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেছেন, ‘‌বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গিয়েছি বলে যে কখনও হারব না–এমনটা তো হতে পারে না।’‌