আজকাল ওয়েবডেস্ক: ভারত - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ চলাকালীন বিপত্তি। দলকে জিতিয়েও মর্মান্তিক পরিণতি হল এক নামী বোলারের। শেষ বল করার পরেই পিচে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন বোলার। দল জিতে গেলেও, চিরতরে হারিয়ে গেলেন ওই বোলার। বাইশ গজেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাবাদে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই জেলাতেই রবিবার একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। দলের হয়ে শেষ বল করার পরেই ঘটে দুর্ঘটনাটি। আচমকাই জ্ঞান হারিয়ে পিচে লুটিয়ে পড়েন ওই বোলার। মুহূর্তের মধ্যে প্রাণ হারান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশ ভেটেরান ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বিলারি ব্লকের সুগার মিল গ্রাউন্ডে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টে মোরাবাদ ও সম্ভলের ক্রিকেট দলগুলি অংশগ্রহণ করেছিল। মোরাবাদের টিম শুরু থেকেই এগিয়ে ছিল। অন্যদিকে সম্ভলের টিমের জেতার জন্য শেষ চার বলে ১৪ রান প্রয়োজন ছিল। মোরাবাদ টিমের বাঁ-হাতি ফাস্ট বোলার আমির খান শেষ ওভারে বল করতে নামেন। ১১ রানেই টিমকে জিতিয়ে দেন তিনি।
শেষ বল করার সময়েই ঘটে বিপত্তি। শেষ বল করতে করতেই পিচে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন আমির খান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষ বল করার পর মাঠে শারীরিক অস্বস্তি নিয়েই বসে পড়েছিলেন আমির। এরপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনাটি একাধিক ভিডিওতে ধরা পড়েছে।
ঘটনার পরেই আমিরের সতীর্থরা এগিয়ে আসেন তাঁর কাছে। মাঠেই উপস্থিত ছিলেন এক চিকিৎসক। পিচেই আমিরকে সিপিআর দেন তিনি। তখনও শ্বাস-প্রশ্বাস চলছিল আমিরের। তাই হাল ছাড়েননি চিকিৎসক। আমিরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরেই চিকিৎসকরা আমিরকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ছাদে আতশবাজি শুকোতে দেওয়াই কাল! বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বাড়ি, যমে-মানুষে টানাটানি অবস্থা তরুণীর
দল জেতার পর যখন উদযাপনে মেতে ওঠার কথা, তখন বিষাদ ঘনিয়ে আসে এলাকায়। আমির খান স্থানীয় দলের হয়ে দীর্ঘদিন ধরেই খেলাধুলা করেন। মোরাবাদের তো বটেই, গোটা রাজ্যেই তাঁর সুনাম ছড়িয়ে রয়েছে। বাইশ গজেই তাঁর মর্মান্তিক পরিণতিতে শোকপ্রকাশ করেছে ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজেশন।
প্রসঙ্গত, গত বছরের শেষেও খেলাধুলার সময় ১৪ বছরের এক কিশোরের মর্মান্তিক পরিণতি হয়েছিল।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছিল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল ১৪ বছরের কিশোর। তার জন্য জোরকদমে চলছিল প্রস্তুতি। শুক্রবার স্কুলের মাঠে দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিশোর। তখনই ঘটে মর্মান্তিক পরিণতি। দৌড়তে গিয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হয় কিশোর। সহপাঠীদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলায়। মৃত কিশোরের নাম, মোহিত চৌধুরী। সিরাউলি গ্রামে একটি স্কুলে ৭ ডিসেম্বর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলেও নাম লিখিয়েছিল সে। স্কুলের মাঠে প্রস্তুতি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মোহিতের।
মৃত কিশোরের সহপাঠীরা জানিয়েছেন, শুক্রবার স্কুলের মাঠে দু'রাউন্ড দৌড়েছিল মোহিত। তারপর আচমকা মাঠে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি করে তার পরিবারে খবর পাঠানো হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মোহিতের মৃত্যু হয়েছে।
হৃদরোগে আক্রান্ত হয় নাবালক, কিশোরের মৃত্যু আগেও ঘটেছে। সেপ্টেম্বর মাসে লখনউয়ে স্কুলের মধ্যে খেলতে খেলতে ন'বছরের এক নাবালিকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। লোধিনগরে দিন কয়েক আগেই আট বছরের এক নাবালিকা খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
