ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব:‌ ৩ (‌রাহুল ২, শ্রীমন্ত)‌
ঐক্য সম্মিলনী:‌ ০


আজকাল ওয়েবডেস্ক:‌ ঐক্য সম্মিলনীকে হেলায় উড়িয়ে কলকাতা প্রথম ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে পৌঁছে গেল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। বৃহস্পতিবার বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাঠে ইউকেএসসি গুণে গুণে ৩ গোল দিল ঐক্যকে। জোড়া গোল করলেন রাহুল ভিপি। খেলার শেষ মুহূর্তে তৃতীয় গোল শ্রীমন্ত কিস্কুর।


সালকিয়া ফ্রেন্ডস, তালতলা একতা সংঘ, সিটি অ্যাথলেটিক ক্লাব–পরপর তিনটি জেতা ম্যাচ ড্র করে বেশ চাপে ছিল ইউকেএসসি। এদিন গ্রুপ লিগের শেষ ম্যাচে এল দুরন্ত জয়। কিন্তু এদিন খেলা শুরুর পর বোঝা যায়নি ফুটবলাররা এতটুকু চাপে আছেন। গোটা ম্যাচেই ছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের আধিপত্য। প্রথমার্ধের মাঝামাঝি দলকে এগিয়ে দেন রাহুল। ডান পায়ের প্লেসিংয়ে ঐক্য গোলকিপারকে হার মানান। দ্বিতীয় গোলটির ক্ষেত্রের বিপক্ষের এক গোলকিপারকে আড়াল করে ডান পায়ের দুরন্ত শটে ব্যবধান বাড়ান সেই রাহুল। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল ইউকেএসসি। 


দ্বিতীয়ার্ধের শেষ দিকে ডান দিক থেকে আসা মাইনাসে পা ছুঁইয়ে দলের তৃতীয় গোল করেন কিস্কু। এদিন তিন গোলে জিতলেও অন্তত সাত থেকে আট গোল পেতে পারত ইউকেএসসি। শট লেগেছে পোস্টে। হ্যাটট্রিক তো বটেই, অন্তত চার থেকে পাঁচটি গোল একাই করতে পারতেন রাহুল। এই ফুটবলারটি এবার গোল করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন। মাঝে দুটি ম্যাচে গোল না পাওয়ায় দল গিয়েছিল আটকে। এদিন রাহুল গোল পেতেই দলও ফিরল জয়ের সরণিতে। সেখানে ঐক্য বিচ্ছিন্ন দুই একটি আক্রমণ তুলে এনেছিল। তাতে কাজের কাজ কিছু হয়নি। ইউকেএসসি রক্ষণ ছিল জমাট। বৃষ্টিভেজা মাঠে প্রেসিং ফুটবল উপহার দিল ইউকেএসসি। যা দেখে মন ভরে যায়। মাঠে উপস্থিত দর্শকরা খেলা শেষে জয়ী দলের ফুটবলারদের অভিনন্দন জানান। 


তিনটি ম্যাচে আটকে না গেলে শীর্ষে থেকেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যেত ইউকেএসসি। তাতে কুছ পরোয়া নেই। সব ভাল যার, শেষ ভাল তার। সুপার সিক্সে এবার খেলতে হবে আর পাঁচটি ম্যাচ। বাজিমাত করতে পারলেই প্রিমিয়ার ডিভিশনে চলে যাবে ইউকেএসসি।