আজকাল ওয়েবডেস্ক: শনিবার কলকাতা লিগে যাত্রা শুরু করছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। হাওড়ার উলুবেড়িয়া স্টেডিয়ামে ইউকেএসসি’র প্রতিপক্ষ ক্যালকাটা পুলিশ ক্লাব। খেলা শুরু দুপুর তিনটেয়।
২০২৪ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব। গত বছর কলকাতা লিগের প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে এবার প্রিমিয়ার ডিভিশনে।
আর প্রিমিয়ারে উঠে প্রথম বছরেই চমক দিতে তৈরি এই ক্লাব। দলে রয়েছে একঝাঁক আইএসএল, আই লিগ খেলা মুখ। গোলরক্ষক অভিলাষ ঘোষ, দেবনাথ মণ্ডলদের পাশাপাশি রক্ষণে আছেন অভিজ্ঞ নারায়ণ দাস, অমিত টুডু। মাঝমাঠে তুহিন সিকদার, নংদম্বা নাওরেমরা বড় ভরসা। আক্রমণে তেমনই জেকব। দলের কোচ ইয়ান ল।
প্রসঙ্গত, কলকাতা লিগের দল হলেও ফুটবলারদের আইএসএলের মতোই সুবিধা দিচ্ছে এই ক্লাব। সূত্রের খবর, বাজেটের দিক থেকে এবারের লিগের অন্যতম দামি দল। কলকাতার বাইরের এবং ভিন্ রাজ্যের ফুটবলারদের জন্য রয়েছে সল্টলেকে থাকার ব্যবস্থা। মাসের প্রথম তিন দিনের মধ্যে ফুটবলাররা পেয়ে যাচ্ছেন বেতন। ম্যাচ এবং প্র্যাকটিস জার্সিও যথেষ্ট উন্নতমানের। ফুটবলারদের জন্য সারা বছরের জন্য রয়েছে মেডিক্লেম। চোট পেলে দ্রুত চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। রয়েছে ক্লাবের নিজস্ব টিম বাসও।
