আজকাল ওয়েবডেস্ক:‌ অভিষেকেই বাজিমাত করল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। গতবার দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ওঠা। আর এবার কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে চলে গেল ইয়ান ল’‌র দল।


গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার বারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব (‌ইউকেএসসি)‌‌–র সামনে ছিল মহামেডান স্পোর্টিং। যারা হারতে হারতে বাঁচল। কিন্তু অবনমন বাঁচাতে পারল না। খেলা শেষ হল ১–১ অবস্থায়।


প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে পারত ইউকেএসসি। শুরুর ৬ মিনিটেই বাবাই পৈলানের হেডে দুরন্ত গোলে এগিয়ে যায় ইউকেএসসি। কয়েক মিনিটের মধ্যেই পেনাল্টি পায় এই নবাগত ক্লাব। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আকাশ ওঁরাও। আরও একটি পেনাল্টি পেয়েছিল ইউকেএসসি। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েও লাইন্সম্যানের সঙ্গে কথা বলে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর রাহুল ভিপির হেড পোস্টে লাগে। 

 

প্রথমার্ধ ছিল এতটাই ঘটনাবহুল। গোটা মাঠ দাপিয়ে খেলে ইউকেএসসি। প্রথম একাদশের অনেক ফুটবলারই এদিন ছিলেন না। কিন্তু বাকিরা সেই অভাব বুঝতেই দেননি। অন্যদিকে প্রথমার্ধে মহামেডানকে চেনাই যায়নি।


দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে মহামেডান। ৫৫ মিনিটে সমতা ফেরান লালঙ্গাইলসাকা। আরও দু’‌একটা সুযোগ পেয়েছিল দ্বিতীয়ার্ধে মেহরাজউদ্দিনের ছেলেরা। কিন্তু ইউকেএসসি’‌র রক্ষণ জমাট থাকায় গোল হয়নি।


এই ম্যাচের আগেই সুপার সিক্সে চলে গিয়েছিল ইউকেএসসি। কিন্তু এদিনও তারা জেতার মতোই খেলেছে। এবার সুপার সিক্সে লড়াই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আরও কঠিন চ্যালেঞ্জ।


আর মহামেডান?‌ কলকাতা লিগে ১৪ বারের চ্যাম্পিয়ন দল এ বার চলে গেল অবনমনে। ফলে আগামী বছর লিগের প্রিমিয়ার ডিভিশনে আর খেলতে দেখা যাবে না কলকাতার তিন প্রধানের অন্যতম দলটিকে। অন্য ম্যাচে কল্যাণীতে কলকাতা পুলিশকে ১–০ গোলে হারিয়ে অবনমনের লজ্জা থেকে বাঁচল এরিয়ান। গোল করেন রাজু ওঁরাও। 

 

আরও পড়ুন:‌ পারলেন না ওসাকা, ইউএস ওপেনের ফাইনালে আনিসিমোভা, খেতাবের লড়াই সাবালেঙ্কার বিরুদ্ধে


অবনমন বাঁচানোর লড়াইয়ে মহামেডান এবং এরিয়ান ছিল। ১২ ম্যাচে মহামেডানের পয়েন্ট হল ১১। পয়েন্ট তালিকায় তারা একাদশ স্থানে নেমে গেল। এরিয়ান ১ পয়েন্ট বেশি নিয়ে চলে এল দশম স্থানে এবং টিকে থাকল প্রিমিয়ার ডিভিশনে। আর এই গ্রুপ থেকে সুপার সিক্সে উঠল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। বি গ্রুপ থেকে সুপার সিক্সে গেল ইউনাইটেড কলকাতাও। গ্রুপের শেষ ম্যাচ অন্তত ড্র করলেই এই গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে যাবে ডায়মন্ড হারবার এফসি। 

যেখানে মোহনবাগানের মতো দল কলকাতা লিগে সুপার সিক্সে উঠতে পারেনি সেখানে ইউকেএসসি কলকাতা লিগে নবাগত হিসেবে এসেই সুপার সিক্সে উঠে রেকর্ড করল। আর কোনও দল কলকাতা লিগে প্রথম খেলতে এসে সুপার সিক্সে উঠতে পারেনি। ইয়ান ল’‌র ছেলেদের কৃতিত্ব দিতেই হবে। 

শুক্রবার যে খেলা খেলল ইউকেএসসি, তাতে সুপার সিক্সে এই দলকে সমীহ করতেই হবে। এদিন যেমন মহামেডানের সেরা ফুটবলার সজল বাগকে মার্কিংয়ে রেখে সাদা–কালোর ছন্দটাই নষ্ট করে দিলেন কোচ ইয়ান ল।