আজকাল ওয়েবডেস্ক: ওভাল টেস্টে জোর তর্কাতর্কি হল লোকেশ রাহুলের সঙ্গে অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনার। ওভাল টেস্টের দ্বিতীয় দিন ভারতের জোরে বোলার প্রসিধ কৃষ্ণা এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুটের মধ্যে তর্কতর্কি চলছিল। তখন ধর্মসেনার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন রাহুল। কৃষ্ণার হয়ে কথা বলতে এগিয়ে যান রাহুল। তখনই ধর্মসেনার সঙ্গে তাঁর ঝামেলা লাগে। রাহুল বলে ওঠেন, ‘আপনি কী চান? আমরা চুপ করে থাকি?’ এরপরই ধর্মসেনা জবাব দেন, ‘আপনি কি চাইবেন কোনও বোলার আপনার দিকে তেড়ে গিয়ে কথা বলবে? না, এটা করা যায় না। না রাহুল, আমরা এটা হতে দিতে পারি না।’ পাল্টা রাহুল বলেন, ‘আপনি কী চান বলুন তো? শুধু ব্যাট আর বল করে বাড়ি ফিরে যাব?’ জবাবে ধর্মসেনা বলেন, ‘আমরা এটা নিয়ে ম্যাচের পর আলোচনা করব। আপনি এ ভাবে কথা বলতে পারেন না।’
এটা ঘটনা চলতি সিরিজে বিতর্ক যেন থামছেই না। বল বিতর্ক তো আছেই। এবার বিতর্কে জড়িয়ে পড়লেন আম্পায়ারও।
ইংল্যান্ডের ইনিংসের ২২তম ওভারে প্রসিধের একটা বল রুটের ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। তা দেখে প্রসিধ কিছু একটা বলেন রুটকে। পরের বলেই জবাব দেন রুট। পয়েন্ট দিয়ে চার মারেন তিনি। তার পরেই নিজেকে সামলাতে পারেননি রুট। হেঁটে প্রসিধের কাছে গিয়ে রুটকে কিছু বলতে শোনা যায়। তাঁকে দেখে যথেষ্ট উত্তেজিত দেখাচ্ছিল। সাধারণত রুট এতটা মেজাজ হারান না। প্রসিধও চুপ ছিলেন না। তিনিও জবাব দেন। এরপরই রাহুলের সঙ্গে লেগে যায় আম্পায়ারের।
এদিকে, জমে গেছে ওভাল টেস্ট। ভারতের ২২৪ রানের জবাবে ইংল্যান্ড শেষ হয়ে গেল ২৪৭ রানে। এগিয়ে থাকা মাত্র ২৩ রানে। যদিও চোটের জন্য ক্রিস ওকস ব্যাট করতে পারেননি।
আরও পড়ুন: এশিয়া কাপ খেলবেন বুমরা? বোর্ড দিল বড় আপডেট
এটা ঘটনা, ওভাল টেস্টে কামব্যাক করল ভারত। প্রথম ইনিংস ২২৪ রানে গুটিয়ে যাওয়ার পর যেভাবে ইংল্যান্ড শুরু করেছিল। ওভারে ছয়ের উপর রান তুলছিল।
ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে ৯২ রানের মাথায়। যখন আউট হন বেন ডাকেট। তিনি ৩৮ বলে ৪৩ করে যান। তাঁকে ফেরান আকাশদীপ। তবে জ্যাক ক্রলি অর্ধশতরান করেছেন। ৫৭ বলে ৬৪ করে তিনি প্রসিধ কৃষ্ণার শিকার। ১২৯/২ থাকা দল বৃষ্টিতে খেলা বন্ধের আগে অবধি তুলেছিল আট উইকেটে ২৪২। ইংরেজরা সাকুল্যে এগিয়ে ছিল ১৮ রানে। বৃষ্টির পর খেলা শুরু হতেই মহম্মদ সিরাজ বোল্ড করে দেন হ্যারি ব্রুককে (৫৩)।
এটা ঘটনা জ্যাক ক্রলি ফিরতেই একের পর এক উইকেট পড়তে থাকে ব্রিটিশদের। অধিনায়ক অলি পোপ (২২), জো রুট (২৯) সেট হয়েও রান পাননি। তবে হ্যারি ব্রুক ৫৩ করে যান। ভারতের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। আকাশদীপের সংগ্রহে একটি।
জবাবে ভারতের সংগ্রহ দিনের শেষে ২ উইকেটে ৭৫। টিম ইন্ডিয়া এই মুহূর্তে এগিয়ে ৫২ রানে। অর্ধশতরান করেছেন যশস্বী।
