আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর প্রথমবার কলকাতা লিগে নেমেই সুপার সিক্সে কোয়ালিফাই করে সবাইকে চমকে দিয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। শুধু তাই নয়, প্রথম আট ম্যাচ টানা অপরাজিত ছিল ইয়ান লয়ের দল। তবে সুপার সিক্সের প্রথম ম্যাচে লাল হলুদ বাহিনীর কাছে হারতে হয়েছে ইউকেএসসি-কে। ম্যাচের পর খেলার মাঠ নিয়ে এদিন বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-কে তীব্র আক্রমণ করলেন ইউনাইটেড কলকাতার কোচ ইয়ান ল। এটা ঘটনা যে, এবারের কলকাতা লিগে কখনও উলুবেড়িয়া, কখনও চুঁচুড়া, কখনও আবার কল্যাণী স্টেডিয়াম লাগোয়া বি মাঠে খেলতে হয়েছে ইউকেএসসিকে। গ্যালারি তো দূরের কথা, প্রিমিয়ার ডিভিশনের টুর্নামেন্টের ম্যাচে মাঠে ঠিক মতো দাঁড়ানো দায়। তার ওপর এক একটা ম্যাচে এক এক জায়গায় দৌড়ানো।

এদিন ইউকেএসসি কোচ বললেন, ‘আমাদের দলের খেলোয়াড়দের স্ট্যান্ডার্ড, ফেসিলিটি অনেক বেশি উন্নত। আমাদের আরও ভাল মাঠে ম্যাচ ফেলা উচিত ছিল। চুঁচুড়া, উলুবেড়িয়া, কল্যাণী স্টেডিয়ামের লাগোয়া মাঠে বারবার খেলা দেওয়া হয়েছে। বারবার বলেও লাভ হয়নি। আমরা যে মাঠে অনুশীলন করি তার পরিকাঠামো ম্যাচের মাঠের থেকে ভাল’। তিনি মুখ খোলেন ম্যাচের সূচি নিয়েও। বললেন, আমরা প্রথম আট ম্যাচ অপরাজিত ছিলাম। হঠাৎ দু’সপ্তাহের একটা বিরতি দেওয়া হল। তারপর থেকেই খেলায় ছন্দপতন ঘটেছে। সেই বিরতির পরেই আমাদের ভবানীপুরের বিরুদ্ধে হারতে হয়েছে। এদিনও আমরা নিউট্রাল ভেন্যুতে খেলতে চেয়েছিলাম’। ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে পিভি বিষ্ণুর প্রশংসা করলেন ল।

আরও পড়ুন: সুপার সিক্সের শুরুতে ধাক্কা, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করেও হার ইউনাইটেড কলকাতার

ইউকেএসসি কোচের সাফ স্বীকারোক্তি, ‘একটা ফ্রি কিক পুরো ম্যাচটাকেই পাল্টে দেয়। বিষ্ণু ভাল খেলোয়াড়। ওরকম ফ্রি কিক নিলে আর কিছু করার থাকে না। দ্বিতীয় গোলের পরই আমরা ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিলাম’। তবে প্রথম হাফে সমীরের গোলটা হলে যে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত সেটা মনে করিয়ে দিতেও ভুললেন না তিনি। জানালেন, ‘সমীরের ওপেন চান্স থেকে গোল না হওয়াটাই টার্নিং পয়েন্ট। ওই গোলটা করতে পারলে ম্যাচ ঘুরতে পারত, ফল অন্যরকম হতে পারত’। কলকাতা লিগ জেতার আশা কার্যত শেষ হলেও ইয়ান জানালেন, ‘আমাদের হাতে এখন আর কিছু নেই। অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। তবে আমরা প্রথমবার হিসেবে বেশ ভাল খেলেছি। এবার আমাদের লক্ষ্য আই লিগ টু। আমাদের বিশ্বাস কলকাতা থেকে আরও একটা ক্লাব আই লিগে উঠে আসবে’।

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে ০-৩ গোলে হার ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। লাল হলুদের গোলদাতা নসিব রহমান, পিভি বিষ্ণু এবং গুইতে ভ্যানলালপেকা। তবে শতাব্দীপ্রাচীন ক্লাবের বিরুদ্ধে লড়াই করে হার বছর দু'য়েকের ক্লাবের। শেষমেষ তিন গোল হজম করলেও, লড়াই মনে রাখার মতো। প্রথমার্ধে দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়। দুটো দলই গোলের সুযোগ পায়। কিন্তু সিটার মিস করেন সমীর বায়েন। এই গোলটি হয় গেলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও হতে পারত।

বিরতির ঠিক আগে গোল হজম করার পর ম্যাচ থেকে হারিয়ে যায় ইউনাইটেড কলকাতা। চলতি মরশুমে ময়দানে প্রথম ম্যাচ। ইস্টবেঙ্গল মাঠেও। যে পরিমাণে দর্শক হওয়া উচিত ছিল, সেটা হয়নি। তবে ঢাক-ঢোল নিয়ে হাজির ছিল সমর্থকের দল। ঘরের মাঠে প্রথম জয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে সমর্থকরা। তবে সুপার সিক্সের প্রথম ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হলে রেজাল্ট কী হত বলা মুশকিল। নবাগত দল হিসেবে যথেষ্ঠ দৃষ্টান্ত সৃষ্টি করে ইউকেএসসি।