আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা করে দিল উয়েফা। দু’বছর পর ইউসিএলের ফাইনাল হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস এরিনায়। বুধবার আয়ারল্যান্ডের ডাবলিনে উয়েফা কমিটির বৈঠকের পর এই ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের টুর্নামেন্টের ফাইনালের বিষয়টি আপাতত সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকছে। মিলানে এই ফাইনালটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও সান সিরোত স্টেডিয়ামে সংস্কারের কাজ চলার সম্ভাবনা রয়েছে। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরিতে।
৬৭ হাজারের দর্শকাসন সম্পন্ন এই স্টেডিয়ামে ২০২৩ সালে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালের ইউরো কাপের ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল পুসকাস এরিনায়। ২০২৬ ইউরোপা লিগের ফাইনাল ইস্তানবুলে ও ২০২৭ সালের ফাইনাল ফ্র্যাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উয়েফা। অন্যদিকে, ২০২৬ সালের ইউরোপা কনফারেন্স লিগ ফাইনাল লিপজিগে এবং ২০২৭ সালের ফাইনাল ইস্তানবুলের বেসিকতাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উয়েফার তরফে জানানো হয়েছে, ২০২৬ মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অসলোর উয়েভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
৬৭ হাজারের দর্শকাসন সম্পন্ন এই স্টেডিয়ামে ২০২৩ সালে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালের ইউরো কাপের ম্যাচও অনুষ্ঠিত হয়েছিল পুসকাস এরিনায়। ২০২৬ ইউরোপা লিগের ফাইনাল ইস্তানবুলে ও ২০২৭ সালের ফাইনাল ফ্র্যাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উয়েফা। অন্যদিকে, ২০২৬ সালের ইউরোপা কনফারেন্স লিগ ফাইনাল লিপজিগে এবং ২০২৭ সালের ফাইনাল ইস্তানবুলের বেসিকতাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উয়েফার তরফে জানানো হয়েছে, ২০২৬ মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অসলোর উয়েভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
