আজকাল ওয়েবডেস্ক: একি কাণ্ড! সেলিব্রেট করতে গিয়ে দলের প্লেয়ারের কপালেই সজোরে চাপড়! শুনলে হয়তো অবাক লাগতে পারে, তবে পাকিস্তান সুপার লিগে এমনই ঘটনা ঘটল। বুধবার মুলতান সুলতানস এবং লাহোর কালান্দার্স ম্যাচের সেলিব্রেশন হাতের বাইরে চলে যায়। স্পটলাইট দখল করেন উবেইদ শাহ। তবে সম্পূর্ণ ভুল কারণে। পাকিস্তানের তারকা বোলার নাসিম শাহের ভাই উবেইদ। ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। তারমধ্যে ছিল ফকর জামান, ড্যারেল মিচেল এবং স্যাম বিলিংসের উইকেট। তারমধ্যে বিলিংসের উইকেট নেওয়ার পর অতিরিক্ত উত্তেজিত হয়ে যান উবেইদ। সেলিব্রেশনের সময় নিজের দলের উইকেটকিপার উসমান খানের কপালে সজোরে চড় কষিয়ে দেন। সঙ্গে সঙ্গে কপাল ধরে মাটিতে বসে পড়েন তিনি। তবে গুরুতর চোট পাননি। 

এই সেলিব্রেশনের সঙ্গে ডব্লুডব্লুই সুপারস্টার রোমান রেইনসের সিগনেচার মুভ সুপারম্যান পাঞ্চের মিল রয়েছে। ঘটনায় হাসি চেপে রাখতে পারেনি মুলতানের সদস্যরা। থতমত খেয়ে যান উবেইদ। তারপর সতীর্থের থেকে ক্ষমা চান। আসলে উসমানের সঙ্গে হাত মেলাতে গিয়েছিলেন তিনি। কিন্তু এতটাই উত্তেজিত ছিলেন, হাত মিস করে সরাসরি কপালে চাপড় মারেন। মাথায় হাত দিয়ে কিছুক্ষণ মাটিতে পড়ে থাকতে দেখা যায় উসমানকে। এই ঘটনায় দলের সতীর্থরা হেসে লুটিয়ে পড়ে। একইদিনে পাকিস্তান সুপার লিগে দুটো মজার ঘটনা। এর আগে পিএসএলের পরবর্তী ভুল করে আইপিএল বলে ফেলেন রামিজ রাজা। যার তুমুল সমালোচনা হয়।