আজকাল ওয়েবডেস্ক: শনিবার গুয়াহাটিতে আইএসএল-এর ফিরতি ডার্বি। ইস্ট-মোহনের বড় ম্যাচের আগে গুয়াহাটিতে এসে পড়েন লাল-হলুদের নবাগত বিদেশি রিচার্ড সেলিস। বড়দের ডার্বির বল এখনও গড়ায়নি। তবে ছোটদের ডার্বিতে মোহনবাগান কিন্তু ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গলকে।
কল্যাণীতে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টসে ইস্ট-মোহনের অনূর্ধ্ব ১৫ দল নেমেছিল। এদিন ইস্টবেঙ্গল প্রথমে গোল করে এগিয়ে যায়। কিন্তু মোহনবাগানকে জয় এনে দেন রাজদীপ পাল। তিনি সমতা ফেরান। আবার তাঁর গোলেই ম্যাচ জেতে মোহনবাগান। ইস্টবেঙ্গল পেনাল্টি পেলেও, তা থেকে গোল করতে পারেনি।
এ তো গেল অনূর্ধ্ব ১৫ ম্যাচের কথা। অনূর্ধ্ব ১৭ এলিট ইয়ুথ লিগে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির মুখোমুখি হয়েছিল লাল-হলুদ। সেই ম্যাচে ইস্টবেঙ্গল ২-০ গোলে জেতে। শেখর সর্দার জোড়া গোল করেন।
ছোটদের বড় ম্যাচে মোহনবাগান জেতে। এদিকে বড়দের ডার্বি যত এগিয়ে আসছে ততই পারদ চড়ছে। শেষ ম্যাচে ইস্টবেঙ্গল হতশ্রী ভাবে হার মেনেছে মুম্বই সিটির কাছে। ঐতিহ্যের ডার্বিতে লাল-হলুদ কী করবে, সেটাই দেখার। কামিন্স-পেত্রাতোসরা মাঠে নামার আগেই কিন্তু ভাইরা ডার্বি জিতে সুর বেঁধে দিয়েছেন। দাদাদের কোর্টে এখন বল।
