আজকাল ওয়েবডেস্ক: দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড ট্র্যাভিস হেডের। ইংল্যান্ডকে হারাতে অস্ট্রেলিয়ার লাগল মাত্র দু'দিন। অসম্ভবকে সম্ভব করতে পারেন হেড। ২০২৩ বিশ্বকাপে ভারতের স্বপ্ন ভেঙেছিলেন তিনি। সেই হেড এদিন তাণ্ডবলীলা চালালেন। সেই ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড।
ইংরেজদের ২০৪ রান তাড়া করতে নেমে হেড ধরা দিলেন বিধ্বংসী মেজাজে। ৮৩ বলে ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন তিনি। ৬৯ বলে শতরান করেন তিনি। টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করার সময়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড হয়ে রইল হেডের এই সেঞ্চুরি। তাঁর জন্যই অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় মাত্র ২ উইকেট হারিয়ে।
অ্যাশেজের ইতিহাসে দু' দিনের মধ্যে কেউ টেস্ট হারল, এ ঘটনা বিরল। ১০৪ বছর পরে ঘটল। ১৯২১ সালের মে মাসে নটিংহ্যামে অস্ট্রেলিয়া দু' দিনে ম্যাচ জিতেছিল ১০ উইকেটে। এদিন অজিরা ৮ উইকেটে জিতে অ্যাশেজে এগিয়ে গেল। (বিস্তারিত আসছে)
