আজকাল ওয়েবডেস্ক: পারথে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন ট্র্যাভিস হেড। ইংল্যান্ডকে হারাতে মাত্র দু'দিন সময় নেয় অস্ট্রেলিয়া। ওপেন করতে নেমে ঝড় তোলেন হেড। ৮৩ বলে ১২৩ রান করে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ম্যাচ জেতানো ইনিংসের পরে ট্র্যাভিস হেডকে বলতে শোনা গিয়েছে তিনি পিঙ্ক বল টেস্টেও ওপেন করতে চান। ডিসেম্বরের ৪ তারিখ থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে পিঙ্ক বল টেস্ট। তাঁর এহেন মন্তব্যের পরে সবাই একপ্রকার ধরেই নিয়েছেন পিঙ্ক বলেও ওপেন করবেন হেড।
তিনি বলেছেন, ''আমি খুশি। টেস্ট ম্যাচ জেতার জন্য যদি আমাকে ওপেন করতে নামতে হয়, তাহলেও আমি রাজি।''
পারথ টেস্টে ইংরেজদের ২০৪ রান তাড়া করতে নেমে হেড ধরা দেন বিধ্বংসী মেজাজে। টেস্টে তিনি ওপেন করেন না। গতিশীল পিচে শুরুতে নেমে একটু সময় লাগলেও হেড চলতে শুরু করলেন কিছুক্ষণ পরেই। পিচ, গতিশীল ডেলিভারির সঙ্গে সন্ধি করতে তাঁর লাগল সামান্য কিছু সময়। তার পরে চলে ধ্বংসলীলা।
৮৩ বলে ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস হেডকে খেলতে দেখে ক্রিকেটবিশ্ব। ৬৯ বলে সেঞ্চুরি করেন তিনি। টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করার ক্ষেত্রে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড হয়ে রইল হেডের এই সেঞ্চুরি। হেডের জন্যই অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় মাত্র ২ উইকেট হারিয়ে।
এদিকে পারথের পিচকে আবর্জনা বলে বিতর্কে জড়ান উসমান খোয়াজা। ফিটনেস নিয়ে তাঁর একটা সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে হেডই ওপেন করার যোগ্য দাবিদার। ব্রিসবেন টেস্টে ওপেন করার জন্য হেডকে নামতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
