আজকাল ওয়েবডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিকতা অব্যাহত বৈভব সূর্যবংশীর‌। মঙ্গলবার বিহারের হয়ে আরও একটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন বিস্ময় বালক। ইডেনে এলিট গ্রুপ বি ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬১ বলে ১০৮ রান করেন বৈভব। ইনিংসে ছিল সাতটি চার এবং ছয়। পুরো ২০ ওভার খেলে বিহারকে ১৭৬ রানে পৌঁছে দেয়। শতরানের ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে একশো করার নজির গড়লেন। ১৪ বছর ২৫০ দিনে এই রেকর্ড করেন। চলতি বছর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ ছন্দে তিনি। ইতিমধ্যেই তিনটে শতরান করে ফেলেছেন। চলতি বছর অভিষেক শর্মার সঙ্গে যুগ্মভাবে এই জায়গায় আছেন সূর্যবংশী। আয়ুষ মাত্রে এবং ঈশান কিষাণের জোড়া শতরান রয়েছে। 

১৬টি টি-২০ ইনিংসে তিনটে শতরান করে ফেলেছেন। এত কম সময় তিনটে একশো করার তালিকায় তিন নম্বরে আছেন তিনি। প্রথম দুই স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ইয়ান হারভি এবং সামোয়ার ডারিয়াস ভিসার। দু'জনেই ১১ ইনিংসে তিনটে শতরান করেন। তবে একশো করলেও ম্যাচ জেতাতে পারেননি বৈভব। ব্যাট হাতে আরও একটি ম্যাচ জেতানো ইনিংস পৃথ্বী শয়ের। ৩০ বলে ৬৬ রান করেন। গত আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। তাই এবার ফ্র্যাঞ্চাইজিদের নজর কাড়তে চান। তাঁর দাপুটে শুরু দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেয়। এক ওভারে বাকি থাকতে তিন উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে যায় মুম্বই। বৈভব দুর্দান্ত ফর্মে থাকলেও এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি বিহার। 

এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারতীয় এ দলের হয়ে নেমে ধুন্ধুমার শতরান করেন। বিপক্ষের বোলিংকে রেয়াত করেননি। দোহায় নেমেই বিধ্বংসী মেজাজে ছিলেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৩২ বলে একশো সম্পূর্ণ করেন। কয়েক মাস ধরে দুর্দান্ত ছন্দে আছেন ক্রিকেটের বিস্ময় বালক। ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে নেওয়ার দাবি উঠতে শুরু করেছে। শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা টানা হচ্ছে। মাত্র ১৪ বছর বয়সে দেশের হয়ে খেলার সুযোগ পান মাস্টার ব্লাস্টার। বৈভবের ক্ষেত্রেও তেমনই ভাবা হচ্ছে। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখনও জন্মই হয়নি সূর্যবংশীর। ২০১১ সালে তিনি জন্মান। আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেন সূর্যবংশী। ইংল্যান্ডে খেলতে গিয়ে গড়েন নতুন রেকর্ড। ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে কোনও বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নেন ১৪ বছরের বৈভব। বিশ্বক্রিকেটে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে তিনি। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম ইউথ টেস্টে শতরান করেন ১৪ বছরের বিস্ময় বালক। চলতি বছর ক্রিকেটের সব ফরম্যাটেই দারুণ ছন্দে আছেন বৈভব।