আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে ভারত। ঘরের মাঠে ০-২ এ পিছিয়ে রোহিত শর্মারা। ১২ বছরে পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারে টিম ইন্ডিয়া। পরিবেশ কাজে লাগিয়ে সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়েছে কিউয়িরা। নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার সমালোচনার মুখে ফেলে দিয়েছে রোহিতদের। ক্রিকেট পণ্ডিতদের তুলোধোনার মধ্যেই এবার ভারতীয় দলের পাশে দাঁড়ালেন এবি ডি'ভিলিয়ার্স। তবে তারমধ্যেও কটাক্ষের সুর। প্রাক্তন প্রোটিয়া তারকার দাবি, ভারতীয় দলে কোনও সমস্যা নেই। বরং, নিউজিল্যান্ডের প্রশংসা করলেন তিনি। জানান, পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে দুর্দান্তভাবে মানিয়ে নেওয়ার ফল পেয়েছে নিউজিল্যান্ড। কটাক্ষ করেই উদাহরণ টানেন দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাট কোহলির পারফরম্যান্সের। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, ভারতীয়দের আর স্পিনের বিরুদ্ধে সেরা ব্যাটার বলা যাবে না।
ডি'ভিলিয়ার্স বলেন, 'ধরেই নেওয়া হয় ভারতের মাটিতে স্পিন সবচেয়ে ভাল খেলে ভারতীয় ক্রিকেটাররা। তবে তার মানে এই নয় যে দলের সব ব্যাটাররাই স্পিন ভাল খেলে। টার্নিং উইকেটে ভাল বোলারের মুখোমুখি হলে, যত ভাল প্লেয়ারই হোক না কেন, একটা চাপ থাকবেই। তবে দক্ষতা এবং ক্ষমতা থাকলে, বিশ্বের যেকোনও পরিবেশ এবং পরিস্থিতিতে রান করা সম্ভব। ভারতীয় ব্যাটারদের কোনও ভুল নেই। ওরা দারুণ প্লেয়ার। প্রায় সবাই ভাল স্পিন খেলতে পারে। কিন্তু আগের ধারণা এখন পাল্টেছে। আগে ভারত সফরে যাওয়ার কথা শুনলেই সফরকারী দলগুলো ভয় পেয়ে যেত। ভাবত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিন্তু সেই সময় এখন বদলে গিয়েছে। নয়ের দশক আর নেই। তখন ভারতীয় উইকেটে খেলতে হিমশিম খেতে হত বাইরের ক্রিকেটারদের। কিন্তু বর্তমানে সেটা আর নেই। বিরাট কোহলির কথাই ধরুন। ও দক্ষিণ আফ্রিকাতেও শতরান পেয়েছে।' ১ নভেম্বর মুম্বইয়ে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট। মর্যাদার লড়াই রোহিতদের।
