আজকাল ওয়েবডেস্ক: বুমরার থেকেও মূল্যবান ক্রিকেটার রয়েছেন বর্তমান ভারতীয় দলে। এমনটা শুনলে অবাক হবেন অনেকেই।
জসপ্রীত বুমরাকে ভারতীয় ক্রিকেট বোর্ড রীতিমত যত্ন করে বিশ্রাম দিয়ে ব্যবহার করে। যাতে বুমরার মতো ক্রিকেটারকে আইসিসি টুর্নামেন্ট এবং হেভিওয়েট সিরিজগুলিতে ফিট অবস্থায় পাওয়া যায়।
কিন্তু এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শুভ্রমনিয়ম বদ্রীনাথ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর বরুণ চক্রবর্তী বর্তমানে জসপ্রীত বুমরার থেকেও বেশি মূল্যবান।
পাঁচ ম্যাচের সিরিজে বরুণ নিয়েছেন পাঁচটি উইকেট, গড়ে ১৬.৪০ রান দিয়ে, আর ইকনমি রেট মাত্র ৬.৮৩। অন্যদিকে, বুমরা পাঁচ ম্যাচে তিনটি উইকেট পেয়েছেন ২৬.৩৩ গড়ে।
বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের এক নম্বর বোলার বরুণ চক্রবর্তী। তিনি ১৬ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন গড়ে মাত্র ১৩.৯৬ রান দিয়ে।
সংবাদমাধ্যম স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে বদ্রীনাথ বলেন, ‘পরিসংখ্যানই বলে দিচ্ছে বরুণ চক্রবর্তী এখন বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার। আমার মতে, তিনি বুমরার থেকেও বেশি মূল্যবান। পাওয়ার-প্লে, মিডল ওভার বা ডেথ ওভারে যখনই রানের গতি নিয়ন্ত্রণের দরকার, তখন বরুণই দলের ভরসা। প্রথম দলে সুযোগ পেয়ে ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছিলেন, কিন্তু প্রত্যাবর্তনের পর নিজের খেলাকে অন্য স্তরে নিয়ে গেছেন।’
বদ্রিনাথ আরও বলেন, ‘বরুণ ভারতের জন্য বিশাল সম্পদ, বরং একপ্রকার অস্ত্র। আগামী বছর দেশে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি হবেন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি বরুণের দিন ভাল যায়, তাহলে ভারতেরও দিন ভাল যাবে।’
২০২৪ সালের শেষ দিকে তিন বছরের বিরতির পর জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকে বরুণ চক্রবর্তী এখন পর্যন্ত ২৩টি ম্যাচে ৪৩টি উইকেট তুলে নিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সুযোগ পেয়েছিলেন বরুণ। সেখানেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বরুণ চক্রবর্তী হওয়া সহজ কথা নয়। তিনি একইসঙ্গে অনেককিছু।
সচরাচর একই অঙ্গে বহুরূপের দর্শন পাওয়া যায় না। উইকেটকিপার হিসেবে ক্রিকেট শুরু করেছিলেন। পেস বল করতেন। অভিনয় করেছেন সিনেমায়। হতে চাইতেন পরিচালক। তিনি একজন স্থপতিও।
এত কিছুর পরেও বরুণ চক্রবর্তীকে সবাই চেনেন একজন ক্রিকেটার হিসেবে। একজন রহস্য স্পিনার হিসেবে। তাঁর বোলিংয়ের রহস্য উদঘাটনে ব্যর্থ প্রতিপক্ষের ব্যাটাররা।
একসময়ে দীনেশ কার্তিকের মতো উইকেট কিপার হতে চাইতেন বরুণ চক্রবর্তী। উইকেটকিপার হিসেবে রাজ্য দল থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন।
মনের দুঃখে ক্রিকেটই ছেড়ে দিয়েছিলেন। স্থাপত্যে ডিগ্রি নেন। বছর আটেক আগে স্থাপত্য ফার্ম খুলেছিলেন। কিন্তু বিধি বাম। চেন্নাইয়ের বন্যায় ভেসে যায় তাঁর প্রোজেক্ট।
'জিভা' নামে এক তামিল ছবিতে অভিনয় করেন ২০১৪ সালে। ক্রিকেটে ফেরার পরে হতে চাইলেন পেসার। চোটের কবলে পড়ে কেরিয়ার যায় যায়। হয়ে গেলেন স্পিনার।
বরুণ চক্রবর্তীর ঘূর্ণি সামলাতেই জেরবার অবস্থা হয় প্রতিপক্ষের ব্যাটারদের। শুধু কি জাতীয় দলে! আইপিএলেও তো বরুণ চক্রবর্তীর রহস্যে মোড়া ঘূর্ণিতে চূর্ণবিচুর্ণ হয় প্রতিপক্ষ। বরুণ চক্রবর্তী হওয়া সহজ নয়।
