আজকাল ওয়েবডেস্ক: শুরু সেই ২০২৩ সালের এশিয়া কাপ থেকে। হাইব্রিড মডেল অনুসৃত হয়েছিল সেবার। পাকিস্তানের মাটিতে গিয়ে খেলেনি ভারত। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ঘটনা ঘটে। নিরপেক্ষ ভেন্যুতে খেলে টিম ইন্ডিয়া। 

আইসিসি-র মধ্যস্থতায় স্থির হয় আগামী তিন বছর ভারত ও পাকিস্তান কেউ কারও দেশে গিয়ে খেলবে না। 

চলতি বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। এবারের টুর্নামেন্টের আয়োজক দেশ ছিল ভারত। আইসিসি-র চুক্তি অনুযায়ী, নিরপেক্ষ দেশের মাটিতে গিয়ে খেলার কথা ছিল পাকিস্তানের। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছিল শ্রীলঙ্কাকে। কিন্তু পরিস্থিতি এখন অন্য দিকে মোড় নিতে চলেছে। 

এর মধ্যেই একটি পাক সংবাদ মাধ্যমের খবর, ভারতের মাটি থেকেই সরে যেতে পারে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে বল গড়াতে পারে এশিয়া কাপের। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, ভারত বা পাকিস্তান ক্রিকেট বোর্ড এই খবরের কোনও নিশ্চয়তা দেয়নি। 

আরেকটি পাক সংবাদমাধ্যমের খবর, সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহিকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ করতে চায় এশিয়া কাপের ঠিক আগে। পিসিবি নাকি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর কাছে প্রস্তাব দিয়েছে। তবে এখনও পর্যন্ত নিশ্চয়তা কিছু পাওয়া যায়নি। 

এদিকে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এশিয়া কাপে না খেলার বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ নিয়ে চলছে দড়ি টানাটানি।