আজকাল ওয়েবডেস্ক: ব্যালন ডি' অর পাওয়ার কথা ছিল তাঁরই। কিন্তু রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে টপকে এই পুরস্কার পান রদ্রি।
ব্যালন ডি' অরের অনুষ্ঠান শুরুর আগে সবাই জেনে ফেলেছিলেন ভিনিসিয়াস এবার পাচ্ছেন না ব্যালন ডি' অর। রদ্রি পাচ্ছেন এবার। সেই কারণে রিয়াল মাদ্রিদ যোগ দেয়নি অনুষ্ঠানে। ব্যালন ডি'অর না পাওয়া নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের তারকা ভিনিসিয়াস। তিনি নিজেও বুঝতে পেরে গিয়েছেন, তাঁকে এই সম্মান দেওয়া হবে না।
এবার ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়াল ব্রাজিলের ক্রীড়া মন্ত্রক। সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলের ক্রীড়ামন্ত্রকের তরফে ভিনি জুনিয়রের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে, ''তুমি দৈত্য। বিশাল খেলোয়াড়। ফুটবল ইতিহাসের পাতায় ইতিমধ্যেই নিজের নাম তুলে ফেলেছ। মাঠে তোমার অনন্য দক্ষতার জন্যই কেবল নয়, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তোমার লড়াইয়ের জন্য বিখ্যাত হয়ে গেছ।''
VOCÊ É GIGANTE, @vinijr! ✊????
— Ministério do Esporte (@EsporteGovBR)
E já entrou para a história do futebol, não apenas por sua incrível habilidade em campo, mas também pela incansável luta contra o racismo. A sua grandeza vai além de premiações!
O esporte que apoiamos é feito com respeito. Você nos orgulha demais! pic.twitter.com/MNm5dgTEYgTweet by @EsporteGovBR
ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে ভিনিসিয়াস জুনিয়র ফ্লামেঙ্গোতেই বেড়ে উঠেছিলেন তিনি।
পুরস্কার না পাওয়ায় ভিনিসিয়াস সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''ব্যালন ডি' অর জিততে হলে এর থেকেও ১০ গুণ ভাল খেলতে হবে আমাকে। ওরা তো আমাকে পুরস্কার দিতে প্রস্তুত নয়।'' তিনি নিজেও জানেন ভাল খেললেও তিনি পাবেন না ব্যালন ডি' অর।
রিয়াল মাদ্রিদে তাঁর সতীর্থ কামাভিঙ্গা বিতর্ক উস্কে দিয়েছেন। ফ্রান্সের জাতীয় দলের তারকা কামাভিঙ্গা লিখেছেন, ''ভাই আমার কাছে তুমিই বিশ্বসেরা। কোনও পুরস্কারই অন্য কথা বলতে পারে না।''
কামাভিঙ্গা তাঁর মন্তব্যের উপরে ফুটবল রাজনীতি লিখে ক্রশ দিয়েছেন। কামাভিঙ্গা যেটা বলতে চাইলেন, সেটাই কি ঘটেছে ভিনিসিয়াসের সঙ্গে? রিয়াল তারকা ব্যালন ডি' অর না পাওয়ায় বিতর্কের জন্ম দিয়ে গেলেন।
