আজকাল ওয়েবডেস্ক: দিল্লি টেস্টে ক্যারিবিয়ানদের ফলোঅন করিয়ে পস্তাতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। জিততে হলে চতুর্থ ইনিংসে ভারতকে করতে হবে ১২১। যদিও কাজটা কঠিন নয়। কিন্তু অনেকেই মনে করেছিলেন তৃতীয় দিনই শেষ হয়ে যাবে ভারত–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। কিন্তু দ্বিতীয় ইনিংসে যথেষ্ট ভাল ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। এটা ঘটনা যে দিল্লির মাঠের পিচ অবাক করেছে টিম ইন্ডিয়াকে।
ভারতের সহকারী কোচ রায়ান টেন ডশকাটে জানিয়েছেন, ফলোঅন না করিয়ে দ্বিতীয় বার ব্যাট করার কথা আলোচনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ফলোঅন করানোর সিদ্ধান্ত নেন তাঁরা। ডশকাটের কথায়, ‘দ্বিতীয় বার ব্যাট করা নিয়ে আলোচনা হয়েছিল। কারণ, শেষ দুই উইকেটে ওরা বেশ কিছুক্ষণ ব্যাট করেছিল। আমরা অতটা আশা করিনি। সেই কারণেই ব্যাট করার আলোচনা হয়েছিল। কিন্তু তার পরেও আমাদের মনে হয়েছিল ২৭০ রানের লিড অনেকটা। তাই ফলোঅন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।’
এটা ঘটনা, ভারত ভেবেছিল তৃতীয় দিনের শেষ দিকে পিচ আরও খারাপ হবে। ফলে ব্যাট করতে সমস্যা হবে। কিন্তু পিচ দেখে তাঁরা অবাক হয়ে গিয়েছেন। ডশকাটে বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, পিচ আরও ভাঙবে। ফলে তৃতীয় দিনই খেলা শেষ করে দেব। কিন্তু পিচ আরও মন্থর হয়ে গেল। বোলাররা কোনও সুবিধা পাচ্ছে না। পিচ হঠাৎ এত মন্থর হবে তা বুঝতে পারিনি।’
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। এই ধরনের উইকেটে যে তিনি সুবিধা পাবেন তা জানতেন ডশকাটেরা। ভারতের সহকারী কোচ বলেছেন, ‘কুলদীপের সঙ্গে বাকিদের তফাত আছে। ও কবজির মোচড়ে বল ঘোরায়। ফলে ওকে খেলা কঠিন। একটা রহস্য থেকেই যায়। প্রথম ইনিংসে সেটা আমরা দেখতে পেয়েছি। পিচের ব্যবহার ও খুব ভাল করেছে।’
অধিনায়ক শুভমান গিল ও সহ–অধিনায়ক রবীন্দ্র জাদেজার নেতৃত্বের প্রশংসাও শোনা গিয়েছে সহকারী কোচের মুখে। অধিনায়ক হওয়ার পর দেশের মাটিতে প্রথম সিরিজ খেলছেন শুভমান। অন্য দিকে জাদেজা এই সিরিজে সহ–অধিনায়ক হয়েছেন। ডশকাটের কথায়, ‘শুভমান খুব ভাল নেতৃত্ব দিচ্ছে। ইংল্যান্ড সফর কঠিন ছিল। সেখানে ব্যাট হাতে নিজের কাজ ও করেছিল। সেটা ওর আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। ওর নেতৃত্বে সেটা দেখা যাচ্ছে। জাদেজাও ওকে ভাল সঙ্গ দিচ্ছে। জাদেজার বয়স কম নয়। এই বয়সে অনেকেই অবসরের কথা ভাবে। কিন্তু ও যা খেলছে তাতে অবসরের কথা ওঠাও উচিত নয়।’
