আজকাল ওয়েবডেস্ক: গোলাপী বলের টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। শনিবার ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে খেলা। অ্যাডিলেডে গোলাপী বলের দিন রাতের টেস্টে ভারতের ব্যাটিং অর্ডার নির্ধারিত হবে এই প্র্যাকটিস ম্যাচে। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথ টেস্টে ছিলেন না রোহিত শর্মা। ভারত অধিনায়ক ফেরায় দ্বিতীয় টেস্টে ব্যাটিং অর্ডার বদলাতে হবে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে। আঙুলের চোট সারিয়ে শুভমন গিল ফিরলে দল নির্বাচন নিয়ে আরও সমস্যায় পড়তে হবে ম্যানেজমেন্টকে। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে ওপেনিংয়ে ফিরবেন রোহিত শর্মা। কিন্তু পারথে যশস্বী এবং কেএল রাহুলের ওপেনিং জুটি হিট করায়, রোহিতকে পরের দিকে নামার অনুরোধ করা হতে পারে। 

শুক্রবার ক্যানবেরায় প্র্যাকটিস সেশনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের সহকারী কোচ। কিন্তু রোহিত শর্মার ব্যাটিং পজিশন নিয়ে কোনও বাক্যালাপ করেননি। এই প্রসঙ্গে গম্ভীরের ডেপুটিকে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, 'এই বিষয়ে এখনও কিছু ঠিক করা হয়নি। এখনও ভাবার সময় আসেনি। ক্যানবেরায় প্র্যাকটিস ম্যাচটা খেলা হোক। তারপর দেখা যাবে। অ্যাডিলেডে পৌঁছনোর পর আমরা পরিকল্পনা করব।' শুক্রবার অনুশীলনে নেমে পড়েন শুভমন গিল। কিন্তু তাঁকে দ্বিতীয় টেস্টে আদৌ পাওয়া যাবে কিনা এখনও নিশ্চিত নয়। অভিষেক বলেন, 'গিলের বিষয়টা ফিজিও ঠিক করবে। ব্যাট করার সময় যথেষ্ট স্বচ্ছন্দ দেখায়। বর্তমানে ও ইন্ডোরে ব্যাট করছে। কাল খেলবে কিনা সেটা পরে ঠিক করা হবে।'

গোধূলির সময় গোলাপী বলের মুভমেন্ট লাল বলের তুলনায় আলাদা। তাই দু'দিনের প্রস্তুতি ম্যাচে গোলাপী বলের সঙ্গে অভ্যস্ত হতে চাইবে ভারতীয় ক্রিকেটাররা। বল প্রসঙ্গে অভিষেক বলেন, 'আসল বিষয় হল বলের রং এবং মুভমেন্টের সঙ্গে মানিয়ে নেওয়া। পরের কয়েকদিনে আমরা এটার সঙ্গে অভ্যস্ত হতে চাই। পার্থক্য মূলত মাইন্ডসেটে। পারথেও আমরা গোলাপী বলে প্র্যাকটিস করেছি।' ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন গৌতম গম্ভীর। তাঁর ডেপুটি জানালেন, কয়েকদিনের মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবেন ভারতের হেড কোচ। সরাসরি অ্যাডিলেডে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। এখনও পর্যন্ত ভারতীয় দল চারটে দিন-রাতের টেস্ট খেলেছে। তারমধ্যে টিম ইন্ডিয়ার একমাত্র হার চার বছর আগে অ্যাডিলেডে।‌ ৩৬ রানে অলআউট হয়ে যায় ভারত। তবে এবার পরিস্থিতি আলাদা। পারথে প্রথম টেস্ট ২৯৫ রানে জেতায় আত্মবিশ্বাসে ফুটছে ভারতীয় দল।