আজকাল ওয়েবডেস্ক:‌ আয়োজকদের দুরমুশ করে জয় এসেছে। মাত্র ২৭ বলেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। প্রতিপক্ষকে ৫৭ রানে আটকে রেখেছিল ভারত। তাও টি২০ তে অন্যতম সফল বোলার অর্শদীপ সিংকে খেলানো হয়নি। ভরসা রাখলেন স্পিনারদের উপর। তারাও মর্যাদা দিয়েছেন। এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতেও স্পিনারদের উপর ভরসা রাখারই বার্তা দিলেন অধিনায়ক।


ম্যাচের পর সূর্যকুমার জানান, ‘‌এখানকার পিচ সম্পর্কে দলের অনেকেরই ধারণা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি এখানেই খেলা হয়েছিল। তখন বেশ কিছু দিন দল এখানে ছিল। পিচ প্রায় একই রকম রয়েছে। তবে একটু মন্থর। গরম ভালই আছে। মনে হয়েছিল স্পিনাররা ভাল করবে। তাই আমরা স্পিনারদের উপর ভরসা রেখেছিলাম। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ভালই বল করল। জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবেরাও সাহায্য করল।’‌ বোলাররা সকলে উইকেট পাওয়ায় অর্শদীপের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন থাকলই। টস জিতে প্রথম ফিল্ডিং করা নিয়ে সূর্যকুমারের বক্তব্য, ‘প্রথম ম্যাচে আমরা দেখে নিতে চেয়েছিলাম, পিচ কেমন আচরণ করে। পিচ দ্বিতীয় ইনিংসেও একই রকম ছিল। পরিবর্তন তেমন হয়নি।’


সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকার মজা করে জিজ্ঞাসা করেন, এত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেল। তোমরা কি পুরো ম্যাচ ফি নেবে? জবাবে হাসতে হাসতে সূর্যকুমার বলেন, ‘এটা নিয়ে আমরা পরে ভেবে দেখব।’ প্রশংসা করেন ওপেনার অভিষেক শর্মার। সূর্যকুমার বলেন, ‘অভিষেক দুর্দান্ত ব্যাটার। ২০ ওভারের ক্রিকেটে ও কেন এখন বিশ্বের এক নম্বর ব্যাটার, সেটা আরও এক বার বোঝা গেল।’

 

আরও পড়ুন:‌ হাসতে হাসতে জিতল রে, আমিরশাহিকে দুরমুশ করে ২৭ বলে ম্যাচ জিতে নিল ভারত ...


এর পর সামনে পাকিস্তান। সেই ম্যাচ নিয়েও সূর্যকুমারকে খুব একটা চিন্তিত মনে হল না। তিনি জানালেন, ‘আমরা সকলে ওই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। দলের সবাই খুব উত্তেজিত। আমরা আরও একটা ভাল ম্যাচ খেলতে চাই। ম্যাচটা খেলার অপেক্ষায় রয়েছি আমরা।’ 


৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন কুলদীপ যাদব। তিনি জানালেন লাইন–লেংথ ঠিক রেখে সাফল্য পেয়েছেন। কুলদীপের বক্তব্য, ‘বোলিং এবং ফিটনেস নিয়ে পরিশ্রম করেছি। ফিটনেসের জন্য কৃতিত্ব প্রাপ্য আমাদের ট্রেনার অ্যাড্রিয়ান লেরুর। এই ম্যাচে আসলে সব কিছুই ঠিকঠাক হয়েছে। ক্রিকেটের এই ফরম্যাটে লেংথ খুব গুরুত্বপূর্ণ। ব্যাটার কী করতে চাইছে, সেটা বুঝতে পারাও জরুরি। এই দুটো ঠিকঠাক হওয়ায় উইকেট এসেছে।’
এশিয়া কাপে ভারতের পরের ম্যাচ আগামী রবিবার। প্রতিপক্ষ সলমন আলি আঘার পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনা মরু শহরে। 

এদিকে, দুর্বল সংযুক্ত আরব আমিরশাহি পুরো ২০ ওভার খেলতে পারেনি। ১৩.১ ওভারে ৫৭ রানে শেষ হয়ে যায় ইউএই। ভারতের বিরুদ্ধে এটাই সর্বনিম্ন রান কোনও দলের। ভারত ২৭ বলে ম্যাচটা জিতে নিল। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। মাত্র সাত রান দিয়ে নিয়েছেন চার উইকেট। এছাড়া শিবম দুবে নিয়েছেন তিন উইকেট। বরুণ ও অক্ষর পেয়েছেন একটি করে উইকেট।