আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স। রিটেনশনের যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছিল, তাতে ছিল না আইপিএল জয়ী অধিনায়কের নাম। তাই শ্রেয়সের মেগা নিলামে অংশ নেওয়া প্রায় নিশ্চিত ছিল। কিন্তু দীর্ঘদিনের রহস্যের পর রিটেনশন তালিকা জমা দেওয়ার দু'দিন আগে শ্রেয়সের সঙ্গে কথা শুরু করেছে কেকেআর ম্যানেজমেন্ট। ৩১ অক্টোবর ফ্র্যাঞ্চাইজিদের তালিকা জমা দেওয়ার শেষ দিন। তার আগে শ্রেয়সের সঙ্গে যোগাযোগ করে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। সপ্তাহান্তে দুই পক্ষের মধ্যে কথা হয়েছে। তার আগে আইপিএল জয়ী অধিনায়কের সঙ্গে নাইট ম্যানেজমেন্টের কোনও কথা হয়নি। একটি সূত্র জানান, 'গত শুক্রবার পর্যন্ত দুই পক্ষের মধ্যে কথা হয়নি। শ্রেয়স আইয়ার এবং কেকেআর নিয়ে অনেক কথা হলেও, তাঁদের নিজেদের মধ্যে রিটেনশন বা আগামী আইপিএলের পরিকল্পনা নিয়ে কোনও কথা হয়নি। রবিবার তাঁদের মধ্যে প্রথম আলোচনা হয়।'
শ্রেয়স কেকেআরের পরিকল্পনায় থাকলেও রিটেনশন তালিকায় প্রথমের দিকে তাঁর নাম ছিল না। তবে নাইট কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্রিকেট মহলে অনেকেই অবাক। নেতৃত্বের জন্য বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি শ্রেয়সের সঙ্গে যোগাযোগ করেছে। সেখানে নিজেদের অধিনায়কের সঙ্গে কথা শুরু করতে কেকেআরের এত সময় কেন লেগে গেল, অনেকেই বুঝতে পারছে না। গতবছর তাঁর নেতৃত্বে আইপিএল জেতে কেকেআর। দিল্লি ক্যাপিটলসেও সাফল্যের সঙ্গে অধিনায়কত্ব করেছেন। নাইট ম্যানেজমেন্ট ব্যাকসিট নেওয়ায় ঝাঁপিয়ে পড়ে বাকি ফ্র্যাঞ্চাইজিরা। শেষমেষ মেগা নিলামে উঠলে, শ্রেয়সকে পেতে অন্তত তিনটে ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই হবে। কেকেআরের রিটেনশন তালিকায় আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং এবং হর্ষিত রানা নিশ্চিত। রাইট টু ম্যাচ কার্ড দিয়ে বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার বা নীতিশ রানার মধ্যে একজনকে রাখা হবে। মিচেল স্টার্ককে রিটেন করার বিষয়েও ভাবতে পারে কেকেআর। শুরুতে নজর কাড়তে না পারলেও, আসল সময় জ্বলে ওঠেন অস্ট্রেলিয়ান পেসার।
