আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সন্ধেয় আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষিত হল। ৭ ফেব্রুয়ারিতে শুরু বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। মোট আটটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো খেলা হবে। তারমধ্যে পাঁচটি ভারতে, তিনটি শ্রীলঙ্কায়। পাঁচটির মধ্যে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। বাকি ভেন্যুগুলো হল, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। বাদ পড়েছে বেঙ্গালুরুর চিন্নিশ্বামী স্টেডিয়াম। শ্রীলঙ্কায় ক্যান্ডির পাল্লিকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম এবং কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। 

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, সাতটি ম্যাচ পাবে ক্রিকেটের নন্দনকানন। তাই হল। সূচি অনুযায়ী পাঁচটি গ্রুপ পর্বের ম্যাচ পেল ইডেন। একটি সুপার এইটের ম্যাচ এবং একটি সেমিফাইনাল। তবে পাকিস্তান শেষ চারে গেলে ইডেন থেকে সরে ম্যাচ কলম্বোয় যেতে পারে। কলকাতায় নিজেদের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচ রয়েছে ইতালির। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের দুটি করে ম্যাচ আছে। আপাতত ইডেনে ভারতের কোনও ম্যাচ নেই। তবে হতাশ হওয়ার কারণ নেই। সূর্যকুমার যাদবরা সুপার এইটে উঠলে, টিম ইন্ডিয়ার ম্যাচ ইডেনে পড়তে পারে। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। কিন্তু এতগুলো ম্যাচ পায়নি ইডেন। সৌরভ গাঙ্গুলি সিএবি সভাপতি হয়ে ফিরতেই, ক্রিকেটের নন্দনকাননে ম্যাচের সংখ্যা বাড়ল। 

ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি। ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। খেলা দুপুর তিনটেয়। দ্বিতীয় ম্যাচ ৯ ফেব্রুয়ারি। সকাল এগারোটায় বাংলাদেশ বনাম ইতালি। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। খেলা দুপুর তিনটেয়। ১৬ ফেব্রুয়ারি একই সময় ইংল্যান্ড বনাম ইতালি। ইডেনে গ্রুপের শেষ ম্যাচ ১৯ ফেব্রুয়ারি। সকাল এগারোটায় খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইতালি। ১ মার্চ সুপার এইটের ম্যাচ। ৪ মার্চ সেমিফাইনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে ভারত। শেষবার ১৯৮৭ সালে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ১৯৮৩ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমেছিল কপিল দেবের ভারত। সেমিফাইনালে যাত্রা শেষ হয়ে যায়। এবার সেই খরা কাটাতে চাইবে। তবে এবার পরিস্থিতি আলাদা। গতবছর রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। আইসিসি টুর্নামেন্ট জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবার সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে নামবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ফেভারিট তকমা নিয়েই নামবে ভারত। 

ইডেনে ম্যাচ:

৭ ফেব্রুয়ারি: দুপুর ৩টে, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ
৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, বাংলাদেশ বনাম ইটালি
১৪ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম বাংলাদেশ
১৬ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম ইটালি
১৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি