আজকাল ওয়েবডেস্ক: একদা বোর্ডের চোখে তিনি ছিলেন ব্যাড বয়। বোর্ডের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে হয়েছিলেন 'অবাধ্য ছেলে'। 

সেই তিনিই দু'বছর পরে জাতীয় দলে ফিরে এলেন। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গাও পেয়ে গেলেন ঘরোয়া টুর্নামেন্টে জ্বলে ওঠায়।  তিনি ঈশান কিষান। 

শনিবার ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।  সেই দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। দলে সুযোগ পেয়েছেন ঈশান কিষান। 

২০২৩ সালে ঈশান কিষান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন জাতীয় দলের জার্সিতে। তাঁকে নিয়ে কম চর্চা হয়নি। কম বিতর্কও হয়নি। 

ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে ক্রিকেটের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়েছিলেন। বিসিসিআই কর্তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গেও সম্পর্ক প্রায় ছিন্ন করেন। খবর ছড়িয়ে যায় তিনি নাকি মানসিক অবসাদে রয়েছেন। 

একসময়ে রটে গিয়েছিল ঈশান কিষানের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। সেই ক্রিকেটার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে দুর্দান্ত ছন্দে ছিলেন। সেই পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দেয় ঈশান কিষানের সামনে। মুস্তাক আলির ফাইনালে ১০১ রানের ইনিংস খেলেন ঈশান কিষান। 

গোটা টুর্নামেন্টে ৫৭১ রান করেন তিনি। তাঁর নেতৃত্বে ঝাড়খণ্ড চ্যাম্পিয়ন হয়। ঈশান কিষান নিজের ভুল বুঝতে পেরে বুঝি প্রায়শ্চিত্ত করলেন। মুস্তাক আলিতে চ্যাম্পিয়ন হওয়ার পরে ঈশান কিষানকে বলতে শোনা গিয়েছে, ''এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত। এর আগে আমার নেতৃত্বে ঝাড়খণ্ড কোনও ঘরোয়া টুর্নামেন্ট জিততে পারেনি। আর এটাই হয়তো প্রমাণ করার ছিল।'' 

ঝাড়খণ্ডের ক্যাপ্টেন হিসেবে তিনি নিজে পারফর্ম করেছেন। সতীর্থদের কাছ থেকে সেরাটা বের করে এনেছেন। জাতীয় নির্বাচকরা তাঁর পারফরম্যান্স খতিয়ে দেখেছেন। ঈশান কিষান বলেছেন,  ''ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় খুবই খারাপ লেগেছিল। ভাল খেলে সুযোগ না পাওয়া আমাক যন্ত্রণা দিচ্ছিল। সেই সময়ে মনে মনে নিজেকে বলেছিলাম, ভাল পারফরম্যান্স করেও যখন জাতীয় দলের দরজা খুলছে না, তখন আরও ভাল খেলতে  হবে আমাকে। আমার দলকে জেতাতে হবে।'' 

জাতীয় দল থেকে বাদ পড়ার পরের ঈশান কিষান আর এই ঈশানের মধ্যে অনেক পার্থক্য। এখনকার ঈশান কিষান আগের থেকেও পরিণত। তিনি কোনও প্রত্য়াশা নিয়ে খেলতে নামেন না। শুধু নিজের কাজটা ভালভাবে করে যাওয়ার চেষ্টা করেন। আর সেই কাজ ঠিকঠাক করতে পেরেই জাতীয় দলের দরজা খুলে গেল একদা অবাধ্য ছেলে নামে 'কুখ্যাত' হয়ে যাওয়া ঈশান কিষানের সামনে।