শাহরুখ খানের নম্বর থেকে ফোন! প্রথমে যেন বিশ্বাসই করতে পারেননি বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ভেবেছিলেন, হয়তো বন্ধুবান্ধব কেউ ইয়ার্কি বা 'প্র্যাঙ্ক' করছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'বাদশা' ও তাঁর ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে এমনই এক মজাদার অভিজ্ঞতার কথা ভাগ করেছেন রাধিকা।
ঘটনাটি বেশ কয়েক বছর আগের। রাধিকা তখন তাঁর বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়ায় ব্যস্ত ছিলেন। হঠাৎই তাঁর ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ফোনের ওপারে কে, তা না জেনেই অভিনেত্রী সেই মুহূর্তে কলটি রিসিভ করেননি। কিন্তু কিছুক্ষণ পরেই সেই একই নম্বর থেকে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, "রাধিকা, আমি শাহরুখ খান বলছি। প্লিজ আমাকে একবার ফোন করো।"
মেসেজটি দেখে রাধিকা রীতিমতো স্তম্ভিত হয়ে যান। তাঁর কথায়, "আমি ভাবলাম, শাহরুখ খান আমাকে ফোন করবেন কেন? এটা কি কোনও প্র্যাঙ্ক? নিশ্চয়ই কেউ আমার সঙ্গে মজা করছে।" মনে সংশয় থাকায় তিনি সঙ্গে সঙ্গে ফোন না করে নিজের পিআর টিমের সঙ্গে যোগাযোগ করেন এবং শাহরুখের নম্বরটি মিলিয়ে দেখেন। যখন নিশ্চিত হলেন যে নম্বরটি সত্যিই 'কিং খান'-এর, তখন আর দেরি না করে পালটা ফোন করেন তিনি।
শাহরুখ ফোন করেছিলেন রাধিকার অভিনয়ের প্রশংসা করতে। সেই সময় ‘অন্ধাধুন’ ছবিটি মুক্তি পেয়েছিল। রাধিকা জানান, শাহরুখ তাঁকে বলেছিলেন, "আমি এই মাত্র অন্ধাধুন দেখলাম। তোমার অভিনয় আমার দারুণ লেগেছে। শুধু এটাই জানানোর জন্য তোমাকে ফোন করেছিলাম।" সুপারস্টারের এমন আন্তরিকতায় রাধিকা আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, "সেদিন শাহরুখের ওই একটা ফোন আমার পুরো দিনটাই বদলে দিয়েছিল।"
শুধু ফোনেই নয়, এরপর এক পার্টিতে ভোর পাঁচটার সময় শাহরুখের সঙ্গে দেখা হয় রাধিকার। অভিনেত্রী সাধারণত নিজে গিয়ে বড় তারকাদের সঙ্গে পরিচিত হতে দ্বিধাবোধ করেন। কিন্তু শাহরুখ নিজেই এগিয়ে আসেন। রাধিকার কাঁধে হাত দিয়ে প্রায় আধঘণ্টা গল্প করেন তিনি। রাধিকা বলেন, "তিনি এতটাই অমায়িক যে আমার মনেই হয়নি আমি কোনও মেগাস্টারের সঙ্গে কথা বলছি।"
রাধিকা আপ্তের এই স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। শাহরুখ যে কেবল বড়পর্দার 'কিং' নন, বরং পর্দার বাইরেও সহকর্মীদের প্রতি কতটা শ্রদ্ধাশীল এবং তাঁদের কাজেরও প্রশংসা করতে ভোলেন না, এই ঘটনাটি আবারও তা প্রমাণ করল। কাজের ক্ষেত্রে রাধিকাকে শেষবার দেখা গিয়েছে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মের 'সালি মহব্বত'-এ। এছাড়া ‘রাত আকেলি হ্যায়’ ছবিতেও তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছে। তবে শাহরুখের সঙ্গে এই বিশেষ মুহূর্তটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে বলে জানিয়েছেন অভিনেত্রী।
