আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষ লগ্নে ভারতীয় শেয়ারবাজারে শুরু হয়েছে ‘স্যান্টাক্লজ’। গত এক দশকে ভারতীয় ইকুইটি বাজারে স্যান্টা অত্যন্ত ধারাবাহিকভাবে কাজ করেছে, বিশেষ করে স্মলক্যাপ শেয়ারগুলিতে।
গবেষণা অনুযায়ী, শেষ পাঁচটি ডিসেম্বর ট্রেডিং সেশন এবং জানুয়ারির প্রথম দুই দিনের সময়সীমায় স্মলক্যাপ সূচক গড়ে ৩.৫৫ শতাংশ রিটার্ন দিয়েছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল—গত ১০ বছরে এই সময়ে স্মলক্যাপের লাভের হার ছিল ১০০ শতাংশ। অর্থাৎ, প্রতি বছরই এই সময়ে স্মলক্যাপ সূচক লাভে বন্ধ হয়েছে, যা বাজারে অত্যন্ত বিরল একটি ধারাবাহিকতা।
মিডক্যাপ শেয়ারগুলিও এখানে শক্তিশালীভাবে অংশগ্রহণ করেছে। গড়ে ২.৬৩ শতাংশ রিটার্ন এবং ৯০ শতাংশ সাফল্যের হার ইঙ্গিত দেয় যে বছরের শেষে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার মানসিকতা বাড়ে। অন্যদিকে, বড় সংস্থাগুলিকে প্রতিনিধিত্ব করা নিফটি ১০০ সূচক তুলনামূলকভাবে কম হলেও নির্ভরযোগ্য লাভ দেখিয়েছে—গড়ে ১.৭৮ শতাংশ।
এই সময়ে লোকসানের ঝুঁকিও ছিল অত্যন্ত সীমিত। এমনকি তুলনামূলক দুর্বল বাজার পরিস্থিতিতেও বড় পতনের নজির নেই। এটি শুধু ভারতের ক্ষেত্রেই নয়, বিশ্ববাজারেও দেখা যায়—বছরের শেষে কর পরিকল্পনা, পোর্টফোলিও রিব্যালান্সিং এবং নতুন বছরের আগে ইতিবাচক মানসিকতা বাজারকে সহায়তা করে।
পরিসংখ্যান আরও স্পষ্ট করে বিষয়টি তুলে ধরে। ২০২২ সালে স্মলক্যাপ সূচক বেড়েছিল ৭.২৩ শতাংশ, যেখানে মিডক্যাপ বেড়েছিল ৪.৪৫ শতাংশ এবং নিফটি ১০০ বেড়েছিল ২.৭৩ শতাংশ। ২০২১ সালেও স্মলক্যাপ ৫.৫০ শতাংশ লাভে এগিয়ে ছিল। এমনকি মহামারি-আক্রান্ত ২০২০ সালেও স্মলক্যাপ বেড়েছিল ৫.৩৪ শতাংশ।
মাত্র একটি বছর ২০১৫ স্মলক্যাপে সামান্য পতন দেখা যায়, যদিও মিডক্যাপ ও লার্জক্যাপ তখনও লাভে ছিল। সাম্প্রতিক বছরগুলিতেও এই প্রবণতা বজায় রয়েছে। ২০২৪ সালে স্মলক্যাপ বেড়েছে ২.৩৯ শতাংশ, আর ২০২৩ সালে বেড়েছে ২.১৬ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করে যে স্যান্টা ক্যালেন্ডারভিত্তিক কাকতালীয় ঘটনা নয়। বরং এটি বাজারের আচরণগত ও লিকুইডিটি কাঠামোর ফল। তাই স্বল্পমেয়াদি ট্রেডারদের জন্য বছরের এই সময়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন সামগ্রিক বাজারে অনিশ্চয়তা থাকে।
সব মিলিয়ে, তথ্য বলছে—ভারতীয় শেয়ারবাজারে স্যান্টা বাস্তব। আর এর সবচেয়ে বড় সুবিধাভোগী স্মলক্যাপ শেয়ারই। তাই যারা এখানে বিনিয়োগ করেছেন তারা বছরের শেষে ভাল মুনাফার হার ঘরে তুলতেই পারেন। সেখানে বিশেষ কোনও অসুবিধা হবে না। তাদের সঙ্গেই থাকবে বড়দিনের আনন্দ আর স্যান্টার আশীর্বাদ।
