আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরের আগে টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছে। টি-টোয়েন্টি থেকে তো সেই কবেই সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি।তাঁকে এখন ব্যাট করতে দেখা যাবে কেবল ওয়ানডে ফরম্যাট ও আইপিএলে। কোটিপতি লিগে কোহলি কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে চান না। তিনি চান পুরো সময় মাঠে থেকে দলকে জেতাতে। অর্থাৎ তিনি ব্যাটিং করবেন। ফিল্ডিং করবেন। ইমপ্যাক্ট প্লেয়ার তিনি কখনওই হবেন না। তিনি খেলবেন সিংহের মতো। 

আইপিএলের গ্রহে ইমপ্যাক্ট প্লেয়ার তো অনেকেই রয়েছেন। কিন্তু কোহলির সেই সবে আপত্তি। তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হবেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার স্বস্তিক চিকারা এমনই এক খবর জানিয়েছেন। গত বারের নিলামে তাঁকে দলে নিয়েছে বেঙ্রগালুরু। কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করায় তিনি জানতে পারেন কোহলির মনোভঙ্গি। 

আরও পড়ুন: হতে পারতেন বড় চাকুরে, ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ডুরান্ড ফাইনালে থামিয়ে দিলেন 'বন্ধু' জবির দৌড়...

রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই এক বিরাট তথ্য জানিয়েছেন স্বস্তিক। তিনি বলেছেন, ''বিরাট ভাইয়া বলেছে, যত দিন ফিট আছি তত দিন খেলব। ইমপ্যাক্ট প্লেয়ার কি তারহা নহি খেলুঙ্গা। ম্যায় শের কি তারাহ খেলুঙ্গা। আমি সিংহের মতো খেলতে চাই। ২০ ওভার ফিল্ডিং করব, তারপর ব্যাটিং করব। যেদিন মনে হবে ইমপ্যাক্ট প্লেয়ার হয়েই খেলতে হবে, সেদিন ক্রিকেট ছেড়ে দেব।'' কোহলির সঙ্গে স্বস্তিকের সম্পর্ক ভাল হয়েছে আইপিএল চলাকালীন। তাই কোহলির কথা তিনি বলতে পারেন সবার সামনে। 

বিরাট কোহলি এবং রোহিত শর্মার একদিনের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে চর্চা অব্যাহত। তাঁদের বিদায়ী ম্যাচ আয়োজনের কথাও উঠতে শুরু করেছে। তবে এই প্রসঙ্গ সরাসরি উড়িয়ে দেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। বরং, ফ্যানদের আশ্বস্ত করেন। জানান, দু'জনেই একদিনের ক্রিকেট খেলছে এবং যথেষ্ট ছন্দেও আছে। রোহিত এবং বিরাট টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছে। আচমকাই তাঁদের ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়। ২০১৩ সালে ওয়াংখেড়েতে শচীন‌ তেন্ডুলকরের বিদায়ী ম্যাচের সঙ্গে তুলনা টানা হচ্ছে। কিন্তু এই প্রসঙ্গ উড়িয়ে দেন বোর্ডের সহ সভাপতি। রাজীব শুক্লা বলেন, 'ওরা এখনও অবসর নেয়নি। নিয়েছে কি? রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দু'জনেই একদিনের আন্তর্জাতিক খেলছে। যখন ওরা অবসর নেয়নি, তাহলে ওদের ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে ভাবা হচ্ছে কেন? দুটো ফরম্যাট থেকে অবসর নিলেও, একদিনের ক্রিকেট খেলছে। এত ভাবার কিছু নেই। বোর্ডের পলিসি স্পষ্ট। আমরা কাউকে অবসর নিতে বলি না। অবসরের সিদ্ধান্ত ওদেরই নিতে হবে। ওদের সিদ্ধান্ত আমরা সম্মান করব।'

ফ্যানরা তাঁদের ফেয়ারওয়েল ম্যাচের দাবি করেছে। এই প্রসঙ্গ উঠতেই রাজীব শুক্লা বলেন, 'আমরা যখন ব্রিজের কাছাকাছি আসব, তখন পার করব। তোমরাই ওদের ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করে দিচ্ছ। বিরাট কোহলি খুবই ফিট। রোহিত শর্মা খুবই ভাল খেলে। তোমার কেন ওদের বিদায়ী ম্যাচ নিয়ে চিন্তিত?' ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ জেতার পর দুই ক্রিকেট আইকন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেয়। তারওপর মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও সরে যায়। আইপিএলের পর থেকে এখনও কোনও একদিনের সিরিজ খেলেনি ভারত। অক্টোবরে অস্ট্রেলিয়ায় পরের একদিনের সিরিজ। কিছু রিপোর্টে জানা যাচ্ছে, বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেন বিরাট এবং রোহিত। এর ওপর অনেকটাই নির্ভর করতে পারে তাঁদের ২০২৭ বিশ্বকাপের ভবিষ্যৎ। যদিও এখনও কিছু নিশ্চিতভাবে বলা হয়নি। বোর্ড স্পষ্ট জানিয়ে দেয়, অবসরের সিদ্ধান্ত দুই তারকার ওপর ছেড়ে দেওয়া হবে। তারপরই বিদায়ী ম্যাচ নিয়ে আলোচনা হবে। 

আরও পড়ুন: 'ওকে আমার সামনে আসতে বারণ করো', ড্রেসিং রুমে তুমুলু তর্কাতর্কির পরে দ্রাবিড়কে সতর্ক করেছিলেন শেহবাগ