আজকাল ওয়েবডেস্ক: শুরু হল ঐতিহ্যবাহী সরোজ ঘোষ মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ‌ স্টেজ থ্রি। মঙ্গলবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ৬ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। নৈহাটিতে মিহির ঘোষ টেবিল টেনিস অ্যাকাডেমিতে হচ্ছে এবারের টুর্নামেন্ট। সারা বাংলা থেকে প্রায় ১৩০০ খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ২৪ পরগনা জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। যার ফলে প্রথম দিন থেকেই প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চরমে। 

গত কয়েক বছর ধরেই বাংলার টেবিল টেনিস তার পরিচিত ছন্দে ফিরে এসেছে। আকাশ পাল, অঙ্কোলিকা চক্রবর্তী, অনিকেত সেন চৌধুরী, বোধিস্বত্ত চৌধুরী, শঙ্কদীপ দাস, কৌশানি নাথ, রাজদীপ বিশ্বাস, অরিভ দত্ত, জেম মহালনাবিশ, সোহম মুখার্জি, দিৎসা রায়, পুনীত বিশ্বাস, নন্দিনী সাহা, আরুশী নন্দী, শুভঙ্কিতা দত্ত, প্রিয়দর্শিনী দাসের মত বাংলার টেবিল টেনিসের পরিচিত নামেরা এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। একইসঙ্গে খেতাব জিততে মরিয়া তাঁরা। নতুনরাও নিজেদের প্রতিষ্ঠিত করতে তৈরি। 

বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মী সেনগুপ্ত জানিয়েছেন,‌ 'বাংলার টেবিল টেনিস খেলোয়াড়রা জাতীয় এবং আর্ন্তজাতিক স্তরে নিয়মিত সাফল্য পাচ্ছে। আমাদের রাজ্যের টেবিল টেনিসের মান চিরকালই ভাল। নিয়মিতভাবে এই রাজ্য থেকে চ্যাম্পিয়ন উঠে এসেছে। নতুন খেলোয়াড়দের যোগদানের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সারা বছর ধরে ২২টি টুর্নামেন্ট আয়োজন করি। সরোজ ঘোষ মেমোরিয়াল টেবিল টেনিস টুর্নামেন্ট ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। ১৩০০ খেলোয়াড় এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আমরা আরও কিছু নতুন প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাংলার টেবিল টেনিসকে নতুন পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। প্রতিটি জেলায় টেবিল টেনিসকে ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। তাই এই যোগদানের সংখ্যা বৃদ্ধি দেখাচ্ছে বাংলার টেবিল টেনিস পুরানো ছন্দে দৃপ্তভাবে এগিয়ে চলছে।' মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম (প্রেসিডেন্ট, উত্তর ২৪ পরগনা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন), স্বপন ব্যানার্জী (প্রেসিডেন্ট, বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন), শর্মী সেনগুপ্ত (যুগ্ম সচিব, বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন) এবং শান্তনু সাহা (সচিব,উত্তর চব্বিশ পরগনা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন)।