আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষদিন আজ। চূড়ান্ত তালিকা তৈরি সব ফ্র্যাঞ্চাইজির। দুই ক্যাপড প্লেয়ার হিসেবে ট্রাভিস হেড এবং নীতিশ কুমার রেড্ডিকে রিটেন করছে সানরাইজার্স হায়দরাবাদ। অস্ট্রেলিয়ান তারকাকে ১৪ কোটিতে রাখা হচ্ছে। তরুণ অলরাউন্ডারের দর ৬ কোটি। মোট পাঁচজনের তালিকা চূড়ান্ত করে ফেলেছে হায়দরাবাদ। গতবছর আইপিএলের ফাইনালে উঠেছিল সানরাইজার্স। সেই কোর দলকে ধরে রাখা হচ্ছে। মোট ১২০ কোটির মধ্যে ৭৫ কোটি খরচ করে ফেলেছে নিজামের শহরের ফ্রাঞ্চাইজি। এর আগে হেনরিচ ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৮ কোটি) এবং অভিষেক শর্মাকে (১৪ কোটি) রিটেন করে হায়দরাবাদ। এবার রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে নিলামে তাঁদের কোনও আনক্যাপড প্লেয়ারকে নিতে পারবে তাঁরা।
মেগা নিলামের আগে ছ'জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে প্রত্যেক ফ্রাঞ্চাইজি। তারমধ্যে পাঁচজন ক্যাপড আন্তর্জাতিক প্লেয়ার হতে হবে। এবারও দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। গতবছর ফাইনালে উঠেছিল হায়দরাবাদ। ২০২০ সালের পর প্রথমবার প্লে অফের ছাড়পত্র পায়। গত বছরের পারফরম্যান্সে টপ অর্ডারে নিজের জায়গা পাকা করেন ট্রাভিস হেড। মোট ৫৬৭ রান করেন। স্ট্রাইক রেট ১৯১.৫৫। আইপিএলের প্লে অফে ব্যর্থ হলেও অজি তারকার সার্বিক পারফরম্যান্স হায়দরাবাদে তাঁর জায়গা নিশ্চিত করে। ২০২৪ আইপিএল নিলামে তাঁর দর ৬.৮ কোটি ছিল। এবার সেটা দ্বিগুণেরও বেশি হয়েছে। তবে মেগা নিলামে উঠলে সেটা হয়তো আরও বাড়তে পারত। দর বেড়েছে নীতিশ কুমার রেড্ডিরও। ২০২৩ সালের নিলামে ২০ লক্ষ দিয়ে তাঁকে কিনেছিল হায়দরাবাদ। এবার সেটা বেড়ে হল ৬ কোটি। গতবছর আইপিএলের ইমার্জিং প্লেয়ার হন। চোটের জন্য জিম্বাবোয়ে সিরিজ থেকে ছিটকে যান। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দেশের জার্সিতে অভিষেক হয় ২১ বছরের অলরাউন্ডারের। ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন নীতিশ। তাঁর উত্থানের কারণেই তরুণ অলরাউন্ডারকে ধরে রাখার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স।
