আজকাল ওয়েবডেস্ক: শুভমন গিলকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন সুনীল গাভাসকর। সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা দাবি করেন, তরুণ ক্রিকেটারকে বাদ দেওয়া হয়নি। পরিস্থিতির বিচারে একজন অলরাউন্ডারকে খেলানো হয়েছে। কিন্তু গিলকে বাদ দিয়ে লোয়ার মিডল অর্ডার মজবুত করার জন্য ওয়াশিংটন সুন্দরকে নেওয়ার সিদ্ধান্ত ভালভাবে নেননি কিংবদন্তি। রোহিত জানান, তাঁরা একজন বাড়তি বোলার খেলাতে চেয়েছিল। কিন্তু ব্যাটিং লাইন আপ যাতে কমজোরী না হয়ে যায়, সেদিকেও নজর রাখতে হয়। দাবি করেন, এই সিদ্ধান্ত তাঁর একার ছিল না। কিন্তু রোহিতের এই ব্যাখ্যা মানতে নারাজ সানি। পাল্টা সওয়াল করেন। গাভাসকর বলেন, 'ওয়াশিংটন সুন্দরকে দিয়ে কত ওভার বল করানো হয়েছে? কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে? দলের প্রয়োজনীয়তা ঠিক ছিল। তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হত। কিন্তু গিলকে দল থেকে বাদ দেওয়া হল। যে ভাষাতেই কথা বলো না কেন, এটাকে বাদ দেওয়াই বলে। দিনের শেষে ছেলেটা ডাগআউটে বসে ছিল, মাঠে ছিল না।' 

মেলবোর্ন টেস্টে মাত্র ১৯ ওভার বল করেন ওয়াশিংটন। দুই ইনিংসে একটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৫০ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৫ রানে অপরাজিত থাকেন। এমসিজিতে পঞ্চম তথা শেষ দিনে ৩৪০ রান তাড়া করতে নেমে আবার আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের। চা-পানের বিরতিতে ৩ উইকেট হারিয়ে ১১২ রান ছিল ভারতের। মনে হয়েছিল খেলা ড্রয়ের দিকেই এগোবে। কিন্তু ঋষভ পন্থ আউট হতেই সব শেষ। ১৫৫ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ১৮৪ রানের বড় জয়ে সিরিজে ২-১ এ এগিয়ে যায় অজিরা। পরিস্থিতি যা তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করা আরও কঠিন হল ভারতের।