আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্টের প্রথম দিন গোলাপী বলে ভারতীয় বোলারদের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলে দিলেন সুনীল গাভাসকর। ভারতের প্রাক্তন অধিনায়কের দাবি, টিম ইন্ডিয়ার বোলারদের আরও ভাল পারফর্ম করা উচিত ছিল। ভারতকে ১৮০ রানে অলআউট করার পর, মাত্র ১ উইকেট হারিয়ে ৮৬ রানে দিন শেষ করে অস্ট্রেলিয়া। অজিদের ভাল জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেন মিচেল স্টার্ক। ছয় উইকেট তুলে নেন তারকা পেসার। সানি জানান, ভারতীয় বোলারদের এমন বল করা উচিত ছিল, যাতে ব্যাটাররা খেলতে বাধ্য হয়। তবেই আউট হওয়ার সুযোগ তৈরি হয়। গাভাসকর বলেন, 'ভারতীয় বোলারদের উচিত ছিল ব্যাটারদের খেলতে বাধ্য করা। তাহলেই আউট হওয়ার সম্ভাবনা বাড়ে।'
পারথ টেস্টে মার্নাস লাবুশেন এবং নাথান ম্যাক সুইনির আউটের প্রসঙ্গ টেনে আনেন। তাঁর দাবি, ভারতীয় বোলাররা গোলাপী বল সঠিকভাবে ব্যবহার করেনি। এই প্রসঙ্গে সানি বলেন, 'কয়েকটা বল অফ স্ট্যাম্পের বাইরে করা উচিত ছিল। তারপর উইকেট বরাবর বল করা দরকার ছিল। পারথ টেস্টে মার্নাস লাবুশেন এবং নাথান ম্যাক সুইনির ক্ষেত্রে বুমরা তাই করেছিল। গোলাপী বলের যতটা ফায়দা তোলা উচিত ছিল, ভারতীয় বোলাররা সেটা পারেনি। বল ঠিক মতো ব্যবহার করতে পারেনি।' মিচেল স্টার্কের প্রশংসা করেন ম্যাথিউ হেডেন। তাঁকে গোলাপী বলের ম্যাজিশিয়ানের অ্যাখ্যা দেন। এমনকী পরের দিকের ওভারে স্টার্কের বলের সুইং দেখে অবাক অজি তারকা।
