আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশ দেখে খুশি হতে পারেননি দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।
কুলদীপ যাদবকে না দেখে তিনি বিস্মিত। জশপ্রীত বুমরাহ নেই প্রথম একাদশে। তিনটি পরিবর্তন আনা হয়েছে দলে। আকাশদীপ, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডি দলে ঢুকেছেন।
গাভাসকর মনে করে কুলদীপের অন্তর্ভুক্তি ভারতের বোলিংকে শক্তিশালী করত। কারণ বার্মিংহ্যামের পিচ স্পিনার সহায়ক বলে মনে করা হচ্ছে।
সানিকে বলতে শোনা গিয়েছে, ''কুলদীপকে দলে না নেওয়ায় আমি অবাকই হয়েছি। এরকম পিচে বল ঘুরবে বলে মনে করা হচ্ছে, সেখানেই সুযোগ দেওয়া হল না কুলদীপকে।''
গাভাসকরের সংযোজন, ''টপ অর্ডার যদি প্রত্যাশিত রান করতে না পারে, তাহলে সাত নম্বরে নামা ওয়াশিংটন ও আটে নামা নীতীশ রেড্ডির পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব হবে না। প্রথম টেস্টে তোমরা ৮৩০-এর বেশি রান করেছিলে। ৮৩০ অনেক রান। ফলে ব্যাটিংয়ে নয়, উইকেট নেওয়ার ক্ষেত্রে আরও শক্তি বাড়ানো উচিত ছিল।''
জশপ্রীত বুমরাহকে প্রথম একাদশে না দেখায় অবাক হয়েছিলেন রবি শাস্ত্রীও। সব মিলিয়ে পিছিয়ে থাকা একটা দলের প্রথম একাদশ খুশি করতে পারেনি প্রাক্তন ক্রিকেটারদের।
