আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের সঙ্গে প্রেমপর্ব অব্যাহত ঋষভ পন্থের। আরও একবার ব্যাট হাতে নিজের জাত চেনালেন। লিডসে দ্বিতীয় দিন টেস্টে নিজের সপ্তম শতরান করলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার।‌ ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ।

আধুনিক টেস্ট ব্যাটারদের মধ্যে অন্যতম সেরাদের তালিকায় প্রবেশ করলেন। ১৪৬ বলে শতরানে পৌঁছে যান। ইংল্যান্ডের মাটিতে তৃতীয় টেস্ট শতরান। এর আগে ২০১৮ সালে ওভালে ১১৪ রান করেন। ২০২২ সালে এজবাস্টনে ১৪৬ রান করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটি সেঞ্চুরি রয়েছে পন্থের। তবে সেটা ২০২১ সালে আহমেদাবাদে। ১০১ রান করেন বাঁ হাতি। 

লিডসের শতরান তাঁর কেরিয়ারের মন্থরতম টেস্ট শতরান। তিন অক্ষরের ম্যাজিক নম্বরে পৌঁছতে মারকুটে ব্যাটার ১৪৬ বল নেন। মহেন্দ্র সিং ধোনিকে পেরিয়ে যাওয়ার হাতছানি ছিল। শেষমেষ গুরুকে পেছনে ফেলে এগিয়ে গেলেন শিষ্য। ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি শতরান। পন্থের শতরানের সংখ্যা সাত, সেখানে ধোনির ছয়। 

সেঞ্চুরির পরে পন্থকে সমারসল্ট দিতে দেখা যায়। সেঞ্চুরি করে এভাবেই উদযাপন করতে দেখা যায় ভারতীয় তারকাকে। পন্থের এহেন সেলিব্রেশন দেখে গাভাসকর রসিকতা করে বলেছেন, ''এর পরে স্ট্রেচার-অ্যাম্বুল্যান্স না ডাকতে হয় আবার!'' 

এদিকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে পন্থের আউট হওয়ার ধরণ দেখে স্থির থাকতে পারেননি গাভাসকর। স্টুপিড, স্টুপিড, স্টুপিড বলে ভর্ৎসনা করেছিলেন পন্থকে। ছ' মাসে পট পরিবর্তন। স্টুপিড থেকে সুপার্ব বলে পন্থের প্রশংসা করেন।