আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী প্লেয়ার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান তারকাকে ছাপিয়ে না গেলেও, এবার তাঁর ধারেকাছে পৌঁছতে চলেছেন আরও এক বিদেশি তারকা। তিনি কে জানলে চমকে যাবেন। রিপোর্ট অনুযায়ী, ২০ কোটি দিয়ে নিকোলাস পুরানকে রিটেন করতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামী রিটেনশন হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটার। একাধিক সূত্রে জানা গিয়েছে, কেএল রাহুলকে ছেড়ে দিচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্রাঞ্চাইজি। তবে তার মানে এই নয় যে, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে স্বাভাবিক পছন্দ পুরান। অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে নিলাম পর্যন্ত অপেক্ষা করতে চায় এলএসজি। দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থকে ছেড়ে দিলে, তাঁর জন্য ঝাঁপাবে লখনউ। ফ্র্যাঞ্চাইজির এক সূত্র জানান, 'শোনা যাচ্ছে মেগা নিলামের আগে এলএসজি ২০ কোটি টাকা দিয়ে নিকোলাস পুরানকে রাখতে রাজি হয়ে গিয়েছে। লখনউয়ের মেন্টর জাহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

রিপোর্টে আরও বলা হয়েছে মায়াঙ্ক যাদব এবং রবি বিষ্ণোইকেও রাখা হবে। ফ্রাঞ্চাইজি সূত্র জানান, 'পুরান, মায়াঙ্ক এবং বিষ্ণোইয়ের মতো বিদেশি এবং ক্যাপড প্লেয়ারদের রাখতে লখনউয়ের ৪০ কোটি খরচ করার সম্ভাবনা রয়েছে। আয়ুশ‌ বাদোনি এবং মহসিন খানের সঙ্গে আলোচনা করে ওদের দর ঠিক করা হবে।' বৃহস্পতিবার বিকেল পাঁচটা রিটেনশন তালিকা জমা দেওয়ার ডেডলাইন। তারপরই পুরো চিত্র আরও স্পষ্ট হবে। তবে কেএল রাহুলকে যে আর লখনউতে দেখার সম্ভাবনা নেই, সেটা একপ্রকার নিশ্চিত।