আজকাল ওয়েবডেস্ক: রিঙ্কু সিংয়ের ছোটবেলার কাহিনি প্রকাশ্যে এসেছে। একবার নয়, পাঁচ-পাঁচবার বাঁদর হামলা করেছিল রিঙ্কুর উপরে। বাঁ হাতি এই ব্যাটসম্যান জানান, বাঁদরের হামলায় তিনি রক্তাক্ত হয়েছিলেন। বাঁদর তাঁর বাঁ হাতের মাংস খুবলে নিয়ে চলে গিয়েছিল। এতটাই ক্ষত তৈরি হয় যে ভিতরের হাঁড় পর্যন্ত দেখা যাচ্ছিল। তাঁর বাঁ হাতের ওজন ডান হাতের থেকে এক কিলো কম, এমন দাবিই করেছেন রিঙ্কু।
ছেলেবেলার সেই ভীতপ্রদ কাহিনি এক পডকাস্টে জানিয়েছেন রিঙ্কু। সেদিন বৃষ্টি হচ্ছিল। ভাইয়ের সঙ্গে মাঠে যাচ্ছিলেন রিঙ্কু। এমন সময়ে একটি বাঁদর এসে তাঁর বাঁ হাত কামড়ে দেয়। কিছুতেই সেই বাঁদরকে ছাড়ানো যাচ্ছিল না। যখন বাঁদরটা ছাড়ে তখন হাতে গভীর ক্ষত তৈরি হয়। প্রচণ্ড রক্ত বেরোচ্ছিল। কিছুতেই রক্ত বন্ধ হচ্ছিল না। রিঙ্কুর ভাই দেখে ভয় পেয়ে গিয়েছিল।
বাঁদরের এই হামলা রিঙ্কুকে মানসিক দিক থেকেও ধাক্কা দিয়েছিল। সম্প্রতি এনসিএ-তে স্ক্যান করা হয়। সেখানেই দেখা যায় রিঙ্কুর বাঁ হাতের ওজন ডান হাতের থেকে এক কেজি কম। ডান হাতে যে পরিমাণ ওজন তুলতে তিনি সক্ষম, বাঁ হাতে সেই একই ওজন তিনি তুলতে পারেন না।
আরও পড়ুন: বারবার বলা সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না, এবার ক্রিকেটার পৃথ্বীকে ১০০ টাকা জরিমানা করল আদালত...
এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। দল নির্বাচনের কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, এশিয়া কাপের দলে সুযোগ নাও পেতে পারেন রিঙ্কু। কারণ টি২০ আন্তর্জাতিকে বাঁহাতি ব্যাটারের ফর্ম খুব একটা ভাল ছিল না। কিন্তু দল নির্বাচনের পর দেখা যায়, দলে আছেন রিঙ্কু।
২০২৪ টি২০ বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু। ছিলেন স্ট্যান্ডবাই। তার উপর ২০২৫ আইপিএলেও বড় একটা রান পাননি রিঙ্কু। তবুও এশিয়া কাপের দলে তিনি সুযোগ পেয়েছেন। তবে এটা ঘটনা, ২৬ বছরের ক্রিকেটার অনুশীলন শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে উত্তরপ্রদেশের টি২০ লিগে খেলছেন তিনি। অনুশীলন ম্যাচে অর্ধশতরানও করেছেন।
দলে তাঁর ভূমিকা নিয়ে অনেক কথা হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, রিঙ্কুর ভূমিকা ‘ফিনিশারের’। কিন্তু রিঙ্কু তা মানেন না। তাঁর কথায়, ‘'যে কোনও পজিশনে বললে খেলতে নেমে যাব। কিন্তু নিজেকে ফিনিশার দাবি করব না। বল হাতেও চেষ্টা করি।’'
রিঙ্কুর সংযোজন, ''ক্রিকেট এখন অনেক দ্রুতগতির হয়ে গেছে। আর কোচ থেকে নির্বাচকরাও দলে তাই অলরাউন্ডারদের গুরুত্ব দেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বল করি। উইকেটও রয়েছে। আন্তর্জাতিক স্তরেও কিছু উইকেট নিয়েছি। এখনও বোলিংয়ে জোর দিচ্ছি।’' পাঁচ ছক্কায় নাইটদের জেতানো রিঙ্কুকে অন্য এক কক্ষপথে পৌঁছে দিয়েছে। তার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই তারকাকে।
আজ থেকে ভারতের এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে। রিঙ্কুকে দেখার সুযোগ পাবেন তাঁর ভক্তরা। তবে ছোটবেলার যে কাহিনি রিঙ্কু শুনিয়েছেন, তা এককথায় ভয়ঙ্কর। এই ভীতিপ্রদ স্মৃতি এখনও তাঁকে তাড়া করে বেরোয়।
আরও পড়ুন: নতুন মরসুমের জন্য ক্রিকেট দল ঘোষণা করল মোহনবাগান, কারা আছেন দলে?
