আজকাল ওয়েবডেস্ক: গোল করে শূন্যে হৃদয় আঁকতেন তিনি। জার্মানির বিরুদ্ধে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে ব্রাজিলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি এসেছিল তাঁর পা থেকেই। সেই অস্কার হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল ছাড়ার কথা ভাবছেন। হাসপাতালে ভর্তি তিনি। অস্কারের ক্লাব সাও পাওলো তারকা ফুটবলারের অসুস্থতার খবর নিশ্চিত করেছে।
৩৪ বছরের অস্কার ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পায়ের পেশিতে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে যে এমন পরিণতি ঘটবে, তা কে জানত!
অসুস্থ অস্কারকে দ্রুত অ্যাম্বুল্যান্স করে নিয়ে যাওয়া হয় অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। তিনি এখন স্থিতিশীল রয়েছেন বলেই খবর। বেশ কয়েকটি পরীক্ষা করা হবে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন তিনি স্থিতিশীল। তবে তাঁর প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে।
সাও পাওলোর তরফে জানানো হয়েছে, অস্কারের বিষয়ে নতুন কোনও তথ্য পাওয়া গেলে তা ফুটবলারের কাছ থেকে সম্মতি নিয়ে তবেই প্রকাশ করা হবে।
তিন বছরের চুক্তিতে সাও পাওলোতে সই করেছেন অস্কার। জুলাইয়ে চোটের কবলে পড়েন তিনি। মাত্র ২১টি ম্যাচ খেলেছিলেন তিনি চলতি বছর। চোটের লাল চোখ দেখে বেশিরভাগ সময় তিনি মাঠের বাইরে কাটান। ২০১৫ সালের পরে অস্কারকে আর দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি।
