আজকাল ওয়েবডেস্ক:‌ কে জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফি?‌ ভারত?‌ পাকিস্তান?‌ নাকি অন্য কোনও দেশ।


২০২৩ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজিমাত করবে কোন দেশ?‌
চ্যাম্পিয়ন্স ট্রফিকে বলা হয় মিনি বিশ্বকাপ। আট বছর পর ফের এই টুর্নামেন্ট হচ্ছে। এবার ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। পাকিস্তান ও দুবাইয়ে হবে খেলা। 


এই টুর্নামেন্টে ফাইনাল খেলার দাবিদার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এমনটাই মনে করছেন কিউয়ি অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন রাচিন। ৫০০–র উপর রান করেছিলেন। বাঁহাতি স্পিনার হিসেবে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি দলের বড় ভরসা। রাচিন বলছেন, ‘‌ভীষণ উত্তেজিত। প্রতিটা ম্যাচ নক আউট ভেবে খেলতে হবে। খুব উত্তেজনাপূর্ণ খেলা হবে।’‌ এরপরই রাচিনের সংযোজন, ‘‌জয় ছাড়া অন্য কোনও রাস্তা নেই। একটা একটা ম্যাচ ধরে এগোতে হবে।’‌ 


এরপরই তিনি বলেন, ‘‌কোন দুই দল ফাইনাল খেলবে তা বলা খুব শক্ত। আমি তো সবসময় নিউজিল্যান্ডের কথাই বলব। দুটো গ্রুপই শক্তিশালী। তবে অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল। সব ফর্মাটেই শক্তিশালী দল ওরা। বিশ্বকাপ জয়ী দল। আমার তো মনে হচ্ছে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড ফাইনাল হবে।’‌


পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের অভিযান। এরপর নিউজিল্যান্ডকে খেলতে হবে বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে।