আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে ভারতীয় দল প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না। কিন্তু টেস্ট ফরম্যাটে মুখ থুবড়ে পড়ছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সম্প্রতি হার মেনেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতেই পারেনি ভারত।
১৯৯৬ সালের বিশ্বজয়ী শ্রীলঙ্কা দলের অধিনায়ক অর্জুন রণতুঙ্গা মনে করেন, তাঁর বিশ্বজয়ী দল রোহিত শর্মা ও বিরাট কোহলির দলকে তিনদিনেই হারিয়ে দিত টেস্ট ম্যাচ। একটি সর্বভারতীয় দৈনিককে রণতুঙ্গা বলেছেন, ''চামিন্ডা ভাস ও মুথিয়া মুরলীধরনের মতো বোলার থাকলে আমার দল এই ভারতকে তিন দিনে হারিয়ে দিত।''
শ্রীলঙ্কার সেই সুনাম আর নেই। ১৯৯৬ সালের বিশ্বকাপে ওপেন করতে নেমে সনৎ জয়সূর্য ও রমেশ কালুভিথারানা ঝড় তুলতেন। সেবারের বিশ্বকাপকে অরবিন্দ ডি সিলভার বিশ্বকাপ বলে ধরা হয়। বল হাতে মুরলীধরন, ধর্মসেনা ও চামিণ্ডা ভাস প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে দিতেন।
অস্ট্রেলিয়ার মতো দলকেও অবলীলায় হারাত সেই সময়ের শ্রীলঙ্কা। এবার স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া দ্বীপরাষ্ট্রে গিয়ে হারিয়েছে শ্রীলঙ্কাকে। রণতুঙ্গা বলছেন, শ্রীলঙ্কা ক্রিকেটে প্রতিভার কমতি নেই।
সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ২-০ তে সিরিজ হেরেছে তারা। রণতুঙ্গা অবশ্য মনে করেন, এখনো প্রতিভার ঘাটতি নেই শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রের ক্রিকেটের এই অধোঃগতির জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দুষছেন রণতুঙ্গা।
