আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল তারা। সেই দক্ষিণ আফ্রিকা এবার কিছুটা হলেও সমস্যায়।
কুঁচকির চোটে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক কেশব মহারাজ। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে অনেককেই বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক তেম্বা বাভুমা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন।
বাভুমা না থাকায় প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ছিলেন কেশব মহারাজ। ৩২৮ রানের বড় ব্যবধানে জিতে এগিয়ে প্রোটিয়া ব্রিগেড। তৃতীয় দিন ব্যাট করার সময়ে বাঁ কুঁচকিতে টান পড়ে মহারাজের।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, মহারাজ দেশে ফিরে যাবেন। তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে আর এক বাঁ হাতি স্পিনারকে।
মহারাজ ছিটকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার এই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এখন ২৬ টেস্ট খেলা কিপার-ব্যাটসম্যান কাইল ভেরেইনা। তবে দলকে নেতৃত্ব দেবেন মুল্ডার।
