আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেইজ শামসি কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন। শামসি ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যৌথভাবে এই ঘোষণা করেছে বৃহস্পতিবার।
কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগে খেলতে পারবেন এই স্পিনার। কেন্দ্রীয় চুক্তি থেকে শামসি সরে গেলেও প্রোটিয়াদের হয়ে তঁকে খেলতে দেখা যাবে। আইসিসি-র মেগা ইভেন্টে থাকলে তাঁকে দলে নেওয়া হবে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতের কাছে হার মানার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করে দক্ষিণ আফ্রিকা। এখনও তিনি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন।
এদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থার তরফে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, শামসির সিদ্ধান্তকে বোর্ড সে দেশের ক্রিকেট বোর্ড সম্মান জানাচ্ছে এবং তারা আশা করছে দক্ষিণ আফ্রিকা দলের প্রতি তাঁর ভালবাসা আগের মতোই থাকবে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৭০ টি-টোয়েন্টি খেলেছেন শামসি। তাঁর সঙ্গে কেবলমাত্র সাদা বলের ফরম্যাটের চুক্তি ছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পরে জাতীয় দলের হয়ে আর কোনও ম্যাচ খেলেননি শামসি।
এদিকে যাঁকে নিয়ে এত চর্চা সেই শামসি বলেছেন, ''ঘরোয়া মরশুমে আরও খেলতে, সব সুযোগের সদ্ব্যবহার করতে এবং পরিবারের দেখভাল করার জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।''
