আজকাল ওয়েবডেস্ক:‌ এবার হলিউডে আসছেন রোনাল্ডো। এটা ঘটনা রোনাল্ডোর লুক কোনওভাবেই কোনও হলিউড তারকার থেকে কম নয়। তাই রোনাল্ডোকে যদি হলিউডে দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। রোনাল্ডোর হলিউডে আসার জল্পনা উসকে দিলেন বিখ্যাত অভিনেতা ভিন ডিজেল। রোনাল্ডোর সঙ্গে পোস্টে তিনি যা লিখেছেন, তাতে অনেকেই মনে করছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র‍্যাঞ্চাইজিতে রোনাল্ডোকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল।


রোনাল্ডোর সঙ্গে একটি ছবি পোস্ট করে ভিন ডিজেল লিখেছেন, ‘‌সবাই জিজ্ঞেস করছিল, ওঁকে কি ফাস্ট সিরিজে দেখা যাবে? আমি তো বলব, ও–ই আসল। ওর জন্য আমাদের একটা চরিত্র তৈরি করা ছিল।’ তারপরই জল্পনা শুরু হয়। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র‍্যাঞ্চাইজির মুখ ভিন ডিজেল। এই ফ্র‍্যাঞ্চাইজির দশটা সিনেমাতেই ছিলেন তিনি।


জল্পনার এখানেই শেষ নয়। পোস্টটি ‘এডিট’ করার আগে ডিজেল একটি শর্ট ফিল্মের উল্লেখও করেছেন। যেখানে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘লস ব্যান্ডোরেলস’–এর কথা ছিল। এই ছবিটি আসলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র‍্যাঞ্চাইজির দু’টো সিনেমার যোগসূত্র হিসেবে কাজ করেছিল। সেখানে রোনাল্ডোর জন্য নাকি একটি চরিত্র ছিল। যদি ফের একাধিক ছবির মধ্যে যোগসূত্র তৈরির জন্য আরেকটি সিনেমা বানানো হয়, তাহলে কি রোনাল্ডো সেখানে থাকবেন? সেটা হলে কিন্তু রোনাল্ডোকে মূল ফ্র‍্যাঞ্চাইজিতে আনার শক্তপোক্ত কারণ দেখানো যাবে। সেরকম মনে করছেন অনেকেই। 


তবে এই নিয়ে ফ্র‍্যাঞ্চাইজি কর্তৃপক্ষ মুখ খোলেনি। তবে রোনাল্ডোকে যদিও সত্যিই হলিউডে দেখতে পাওয়া যায়, সেটা বিরাট পাওনা হবে। এটা ঘটনা, রোনাল্ডোকে নিয়ে একাধিক ডকুমেন্টরি তৈরি হয়েছে। আবার নেইমারকে স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’–এ দেখা গিয়েছিল। ডেভিড বেকহ্যামকে যেমন ‘কিং আর্থার’–এর মতো একাধিক সিরিজে দেখা গিয়েছে। এবার রোনাল্ডোর পালা। 

আর ফুটবল কেরিয়ারে এখনও ছন্দে রয়েছেন রোনাল্ডো। পর্তুগাল ইতিমধ্যেই বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করে ফেলেছে। ক্লাব ফুটবলে আল নাসেরের হয়েও গোল করে চলেছেন রোনাল্ডো। 


২০২২ সালে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে সৌদির ক্লাবে সই করেন সিআরসেভেন। তার আগে দীর্ঘ ক্লাব ফুটবল জীবন কাটান রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবের হয়ে বহু ট্রফি জিতেছেন রোনাল্ডো। 

শেষ লক্ষ্য ২০২৬ বিশ্বজয় জয়। সম্ভবত সেটাই হতে চলেছে রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। মেসিরও বটে।