আজকাল ওয়েবডেস্ক:‌ ইডেনে ঘূর্ণি পিচ?‌ একেবারেই চায়নি টিম ইন্ডিয়া। খোলসা করে দিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তাঁর মতে, ইডেনের পিচ নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় ম্যানেজমেন্ট কোনও দাবি জানায়নি। উল্লেখ্য, টেস্টের আগে মঙ্গলবারই প্রথমবার ইডেনে অনুশীলনে নেমেছে টিম ইন্ডিয়া।


প্রায় ছ’বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ইডেনে। কিন্তু ভারতীয় দল কলকাতায় পা রাখতেই খবর ছড়ায়, ইডেন টেস্টে নাকি ঘূর্ণি পিচ চাইছেন গৌতম গম্ভীররা। অবশ্যই সরকারিভাবে এ সমস্ত দাবিদাওয়া কখনও আসে না। যা আসে, বেসরকারি। এটাও নাকি তেমনই। উল্লেখ্য, স্লো টার্নার পিচ ইডেনে দেখতে পাওয়া যায় না এখন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে ইডেনের পিচ খতিয়ে দেখেছেন সৌরভ নিজেও।


ভারতীয় দলের তরফে কি ইডেনের পিচ নিয়ে কোনও দাবি করা হয়েছে? প্রশ্ন ধেয়ে আসতেই সৌরভ বলেন, ‘‌এখনও পর্যন্ত কিছুই দাবি করা হয়নি। তাই আমি এই প্রশ্নের জবাব দিতে পারব না।’‌ ইডেনের পিচ নিয়ে মতামত জানতে চাইলে সৌরভের জবাব, ‘‌আমার মনে হয় উইকেট খুবই ভাল হয়েছে।’‌ উল্লেখ্য, মঙ্গলবার পিচ ঘিরে গোল বৈঠক দেখা যায় ইডেনে। কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনায় ব্যস্ত ছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। 


তবে এটা ঘটনা, ইডেনে র‌্যাঙ্ক টার্নার করেও ভারত সফল হবে, একথা খুব জোর দিয়ে বলতে পারেন না ক্রিকেটপ্রেমীরা। গত বছর দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে ০–৩ চুনকাম হয়েছিল ভারত। সেই সিরিজে নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেল তিনটে টেস্ট খেলে নিয়েছিলেন পনেরো খানা উইকেট। মিচেল স্যান্টনার একটা টেস্ট খেলে তেরোটা। প্লেন ফিলিপস তিন টেস্ট আটটা। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে টেস্ট খেলতে আসা দক্ষিণ আফ্রিকা টিমেও দু’জন স্পিনার রয়েছেন। কেশব মহারাজ ও সেনুরান মুথুস্বামী।